19 C
Toronto
শনিবার, সেপ্টেম্বর 30, 2023

দুমড়ে মুচড়ে গেল মালাইকার গাড়ি, নেওয়া হয়েছে হাসপাতালে

Malaika Arora : দুমড়ে মুচড়ে গেল মালাইকার গাড়ি, নেওয়া হয়েছে হাসপাতালে - the Bengali Times

ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে দুমড়ে মুচরে যায় তার গাড়ি। আর অভিনেত্রী আহত হলেন গুরুতর। ঘটনাস্থল থেকে মালাইকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

- Advertisement -

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে তার গাড়ি। পুলিশ জানায়, তাকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Malaika Arora : দুমড়ে মুচড়ে গেল মালাইকার গাড়ি, নেওয়া হয়েছে হাসপাতালে - the Bengali Times

খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।

- Advertisement -

Related Articles

Latest Articles