-5.2 C
Toronto
মঙ্গলবার, জানুয়ারী ৩১, ২০২৩

সংসার চালাতে সেই ময়ূরী এখন সার্কাসে নাচেন!

সংসার চালাতে সেই ময়ূরী এখন সার্কাসে নাচেন! - the Bengali Times
চিত্রনায়িকা ময়ূরী

চিত্রনায়িকা ময়ূরী একসময় ঢাকাই সিনেমার পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন এই নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন সার্কাসের দলে। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় উল্লেখ করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলোচিত-সমালোচিত এই চিত্রনায়িকা।

সম্প্রতি গণমাধ্যমকে ময়ূরী জানিয়েছেন, ‘অর্থের প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি।’

- Advertisement -

এর আগে ময়ূরী জানিয়েছিলেন, ‘আমাকে পলিটিক্স করে সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হতো। এখন টুকটাক স্টেজ শো করি। তার পরেও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে।’

ময়ূরী আরও জানিয়েছিলেন, ‘আর সিনেমা করব না। বিয়ের পরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সবার আমাদের জন্য দোয়া করবেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles