4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রবাসী কবি ইকবাল হাসান-এর শারীরিক অবস্থার অবনতি

প্রবাসী কবি ইকবাল হাসান-এর শারীরিক অবস্থার অবনতি
কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান

খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান শারীরিক অসুস্থতায় ঢাকার Ever Care Hospital-এ চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও তত্ত্বাবধানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যপেক্ষণে আছেন। ইকবাল ভাই শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করছেন। মূলত ফুসফুসের অনেকাংশ [ ৮০%] অকার্যকর হওয়ায় তাঁর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি এখন ঠিকমতো খাদ্য গ্রহণ করতেও পারছেন না। ফলে তাঁর শারীরিক সামর্থ্য ও শক্তি ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে। দুইদিন আগে তাঁর শারীরিক অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে জানিয়েছিলাম যে, তিনি কথা বলতে পারছেন। কথা বলার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলাফলও জানা যাচ্ছে এখন। কথা বললেই ইকবাল ভাইয়ের অক্সিজেন পর্যায় দ্রুত নেমে যাচ্ছে। সামান্য রকম কোন উন্নতির লক্ষণ দেখা গেলেও পরপরই তা আর স্থিতিশীল থাকছে না। এই অবস্থায় ইকবাল ভাইয়ের শারীরিক অবস্থার পরিণতি ভয়েরই উদ্রেক করছে। আশংকাজনক অবস্থা পিছু ছাড়ছে না কিছুতেই!

সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইকবাল ভাইয়ের বন্ধু, ভক্ত, স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মতো আমরা, তাঁর পরিবার ও বন্ধুরাও প্রবল উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছি। কায়মনোবাক্যে প্রতি মুহূর্তে প্রার্থনা করছি ইকবাল ভাই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। মহান সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন করছি, তিনি যেন আমাদের প্রিয় মানুষ ইকবাল ভাইকে সুস্থতা দান করেন৷ আপনাদের কাছে আমার বিনীত আরজ, মহামহিমের কাছে প্রার্থনায় সুস্থতা চেয়ে ইকবাল ভাইয়ের নামটি রাখবেন!

- Advertisement -

মহান সৃষ্টিকর্তার কৃপায় জগতের সকল প্রাণের মঙ্গল হোক। ভালোবাসা ও মমতায় ভরে উঠুক এই পৃথিবী।

- Advertisement -

Related Articles

Latest Articles