17.5 C
Toronto
রবিবার, মে ২৯, ২০২২

মেয়ের লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন বাবা

- Advertisement -
মেয়ের লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন বাবা - The Bengali Times
ছবি: সংগৃহীত

সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। উপায় না পেয়ে বাবা ঈশ্বর দাস শুক্রবার (২৫ মার্চ) মেয়েকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু তার কিছুক্ষণ পরেই সুরেখার মৃত্যু হয়। এরপর লাশ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে বাধ্য হয়েই মেয়ের লাশ কাঁধে নিয়ে রওনা দেন বাবা। এমন একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলায়।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, মেয়েটির অক্সিজেনের মাত্রা খুব কম ছিল। ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে মারা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, মেয়ের লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছেন ঈশ্বর দাস। তবে ওই স্বাস্থ্যকেন্দ্রের দাবি, লাশ পাঠানোর ব্যবস্থা করার আগেই মেয়েকে নিয়ে চলে যায় পরিবার।

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles