5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘অল্প সময়ের মধ্যে’ টিপু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘অল্প সময়ের মধ্যে’ টিপু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - the Bengali Times

রাজধানী ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা রাজনৈতিক কি না, তা নিশ্চিত নয়। তবে দ্রুত খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

- Advertisement -

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি টিপু খুন হন। এ ছাড়া বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা তা এখনই বলা ঠিক হবে না। হত্যাকাণ্ডটির রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচন করা হবে।

তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব তৎপর রয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত, অনুসন্ধান করছে তারা। আশা করি, শিগগির এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব।’

এ সময় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles