8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অন্টারিওতে ৭৯ শতাংশ নাগরিক উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন

অন্টারিওতে ৭৯ শতাংশ নাগরিক উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডছবিফোর্ড নেশন্স

অন্টারিওতে সব বয়সীদের (১২ বছর ও তার বেশি বয়সী) ৭৯ শতাংশ নাগরিক উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৮৫ শতাংশ। তরুণদের মধ্যে ভ্যাকসিনেশনের হার বাড়াতে বিজ্ঞাপন প্রচারে নেমেছে অন্টারিও সরকার। প্রিমিয়ার ডগ ফোর্ডের কার্যালয় থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্য দিয়ে ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্তের করুণ পরিণতির বিষয়টি তারা পরিস্কার করতে চায়। বিশেষ করে যারা ভ্যাকসিন নেননি তাদের মধ্যে হাসপাতাল ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তির হার নাটকীয়ভাবে বেশি।

বিজ্ঞাপনে বলা হয়েছে, অন্টারিওতে ভ্যাকসিন ডোজ পূর্ণ করা ব্যক্তিদের তুলনায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি ২৪ গুন বেশি। আর আইসিইউতে চলে যাওয়ার ঝুঁকি ৪৩ গুন। এ মাসের শুরুর দিকে প্রথম ডোজ গ্রহণের হার বাড়ার পর আবার তা স্তিমিত হয়ে আসার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞাপনের পথে হাটছে সরকার।

- Advertisement -

অন্টারিও সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করে সরকার ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থার ঘোষণা দেওয়ার পর। দৈনিক ২১ হাজারের বেশি মানুষকে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে দেখা যায়। এক সপ্তাহের কিছু বেশি সময় উচ্চ সংখ্যাটি বজায় ছিল। কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে দৈনিক ১৫ হাজারের মতো।

তরুণদের মধ্যে ভ্যাকসিনেশনের হার সবচেয়ে কম। অন্টারিওতে ১২ থেকে ২৯ বছর বয়সীদের মাত্র ৬৭ শতাংশ উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন এই বয়স শ্রেণির ৭৮ শতাংশ অন্টারিওবাসী। ৩১ আগস্ট থেকে এটা সামান্য বেশি। ওই সময় ১২ থেকে ২৯ বছর বয়সীদের ৭৫ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles