19 C
Toronto
শনিবার, সেপ্টেম্বর 30, 2023

রোববার থেকে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবি পণ্য পাবে ১ কোটি পরিবার

রোববার থেকে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবি পণ্য পাবে ১ কোটি পরিবার - the Bengali Times

‘ফ্যামিলি কার্ডে’র মাধ্যমে আগামী রোববার (২০ মার্চ) থেকে এক কোটি তালিকাভুক্ত পরিবারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারা দেশে একযোগে চলবে এই কার্যক্রম।

- Advertisement -

মঙ্গলবার (১৫ মার্চ) এ খবরের সঙ্গে টিসিবি জানিয়েছে, ইতিমধ্যে এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

কারা পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’
সূত্র জানায়, করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই এ ‘ফ্যামিলি কার্ডে’র আওতাভুক্ত হচ্ছেন। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার।

কী কী পণ্য পাওয়া যাবে ফ্যামিলি কার্ডে এবং দাম কত
টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে।

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। তবে ছোলার দাম এখনও নির্ধারণ করা হয়নি।

একজন কার্ডধারী কতবার পণ্য পাবেন
প্রত্যেক কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles