8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাংকের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর

মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাংকের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর

অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেটস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাংক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়।

- Advertisement -

ভ্যালেরিয়া মাকসেটস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার (ইউএসএআইডি) হয়ে কাজ করতেন।

বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি।

সামান্থা পাওয়ারের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, অন্যদের সাহায্য করতে কিয়েভেই থেকে যেতে চেয়েছিলেন ভ্যালেরিয়া। কিন্তু তার মা ইরিনার ওষুধ শেষ হয়ে যাওয়ায় বেরোতে বাধ্য হন।

পাওয়ার এও জানান, ভ্যালেরিয়ার ৩২তম জন্মদিন ছিল সামনেই। বিবৃতিতে কর্মকর্তা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ভ্যালেরিয়া ‘লেরা’ মাকসেটস্কার মৃত্যু সংবাদ জানাচ্ছি। একজন গর্বিত ইউক্রেনিয়ান, ইউএসএআইডির প্রিয় কার্যকারী সহযোগী এবং অসাধারণ ও সহানুভূতিশীল নেত্রী। ভ্যালেরিয়া বন্ধুমহলও তাকে সাহসী বলে জানে।

- Advertisement -

Related Articles

Latest Articles