5.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

টরন্টোর ৭৫ শতাংশ ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করেছেন

টরন্টোর ৭৫ শতাংশ ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করেছেন
টরন্টো পাবলিক হেলথ

গত শুক্রবার পর্যন্ত টরন্টোর ১২ বছর ও তার বেশি নাগরিকদের ৭৫ শতাংশ ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করেছেন। আংশিক সম্পূর্ণ করেছেন ৮২ শতাংশ নাগরিক। এদিকে, টরন্টোর স্থানীয় সব প্রতিষ্ঠানকে কর্মক্ষেত্রে ভ্যাকসিনেশন নীতি চালুর সুপারিশ করেছেন নগরীর জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা। প্রতিদিনই নতুন নতুন কোম্পানি নিজস্ব ভ্যাকসিনেশন নীতি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করলেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, টরন্টোর সব প্রতিষ্ঠানের প্রতি কর্মক্ষেত্রে ভ্যাকসিনেশন নীতি চালুর জোর সুপারিশ করছি। সেই সঙ্গে ১ হাজার বা তার বেশি লোকের জমায়েতের ক্ষেত্রেও ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র দেখাতে হবে।

- Advertisement -

এই প্রচেষ্টায় সহায়তার অংশ হিসেবে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ (টিপিএইচ) একটি ওয়ার্কপ্লেস টুলকিট চালু করছে, যেখানে কর্মক্ষেত্রে ভ্যাকসিনেশন নীতি তৈরিতে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে অনসাইট ভ্যাকসিন ক্লিনিকের সুবিধাও দেবে।

ডা. দ্য ভিলা তার বিবৃতিতে বলেন, কোভিড-১৯ এর ঝুঁকি থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে সবচেয়ে উত্তম পন্থা হলো তাদেরকে ভ্যাকসিন নিতে সহায়তা করা। একই সঙ্গে এটা কর্মক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ও কর্মক্ষেত্রে ফিরতে কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে। এ কারণেই কর্মী, তাদের পরিবার ও আমাদের কমিউনিটির সুরক্ষায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কর্মক্ষেত্রে ভ্যাকসিনেশন নীতি কার্যকরের জোর সুপারিশ করছি।

তবে কেউ ভ্যাকসিন নিতে অনাগ্রহী হলে তাদেরকে চিকিৎসক ও নার্সদের পক্ষ থেকে এর লিখিত কারণ উপস্থাপনের পাশাপাশি ভ্যাকসিন সম্পর্কিত শিক্ষা কোর্স সম্পন্ন করারও সুপারিশ করেছেন ডা. এইলিন দ্য ভিলা। টরন্টোর উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে ভ্যাকসিনেশন নীতি চালু করার মধ্যেই এই সুপারিশ করলেন তিনি। শুক্রবার মেট্রোলিঙ্কস, টরন্টো-ডমিনিয়ন ব্যাংক, দ্য রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি), দ্য টরন্টো জু ও টরন্টো হাইড্রো কর্মীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। মেট্রোলিঙ্কস আগামীতে এ সংক্রান্ত বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। টরন্টো ডমিনিয়ন ব্যাংক ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব কর্মীকে ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধন করতে বলেছে। পূর্ণ ডোজ ভ্যাকসিন না নেওয়া বা ভ্যাকসিনেশন সম্পর্কিত তথ্য জানাতে অনিচ্ছুক সহকর্মীদের ক্ষেত্রে ১ নভেম্বর থেকে বাড়তি প্রটোকল প্রয়োগ করা হবে বলেও জানিয়েছে ব্যাংকটি। ৩১ অক্টোবরের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রে তাদের সব কর্মীকে ভ্যাকসিন নিতে বলেছে আরবিসি। টরন্টো সিটির ভ্যাকসিনেশন নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে দ্য টরন্টো জু। আর টরন্টো হ্রাইড্রো ১৩ সেপ্টেম্বরের মধ্যে সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্র প্রদর্শন করতে বলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles