8.1 C
Toronto
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

কানাডার রোজনামচা

কানাডার রোজনামচা
কানাডার রোজনামচা বইয়ের প্রচ্ছদ

বই সর্বজনীন।
এর নেই কোনো সীমানাভিত্তিক পরিধি। বইতে সবার ভূমিকা থাকে; লেখক, পরিবার, আগন্তুক, সমাজ, রাষ্ট্র সবার। লেখক/লেখিকার ভূমিকা অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির আলোকে ঘটনা লিপিবদ্ধ করা। কল্পনারও একটা মজবুত ভিত্তি থাকে; সত্যের আলোকে। প্রকাশ হবার পর সেটা অন্য সব বইয়ের মধ্যে মিশে যায়, তা যে প্রকাশনী থেকেই প্রকাশ হোক না কেন। এটাই বইমেলার মুখ্য উদ্দেশ্য; ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা। এজন্যই পাঠক, প্রকাশক সবাই এক প্রকাশনী থেকে আরেক প্রকাশনীতে ছোটেন, আড্ডায় মেতে উঠেন।
.
বইয়ের নাম: কানাডার রোজনামচা
লেখক: জাভেদ ইকবাল
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: অন্বয় প্রকাশ [বইমেলার স্টল নাম্বার ৩৪]
মূল্য ৪০০ টাকা।
.
বইটা কানাডার জীবনের ছোটখাটো বেশ কিছু ঘটনার সম্ভার। যেগুলোর কোনটা পড়ে আপনাকে কাঁদতেই হবে; তা যত পাষান হৃদয়ের হন না কেন। কিছু ঘটনা পড়ে হাজার চেষ্টা করেও গম্ভীর থাকতে পারবেন না। হাসি কান্নার মধ্যে সামান্য কিছু আহার আর বন্ধু চিশতী তো আছেই। বোরড হবেন না।
বিঃ দ্রঃ: বই কেনাটা বড় ব্যাপার না। পড়াটাই আসল। একাই সব বই কিনতে গেলে দেউলিয়া হবার সম্ভাবনা থাকে। যারা কিনতে পারবেন না, পারলে অন্যের কাছ থেকে ধার করে পড়তে পারেন। বইটা বেশ শক্ত সামর্থ, মজবুত। টানাটানিতেও সহজে ছিঁড়বে না। তাই নিশ্চিন্তে বন্ধুকে ধার দিতে পারেন। তবে ফেরত চাইতে যেন দ্বিধা করবেন না।

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles