11.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন পেতে কানাডিয়ানদের আর্থিক সহায়তার আহ্বান

দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন পেতে কানাডিয়ানদের আর্থিক সহায়তার আহ্বান
১ কোটি ৭৭ লাখ ডোজ ভ্যাকসিন বিভিন্ন দেশকে দান করার ঘোষণা

দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তা করতে কানাডিয়ানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে কানাডা। একই সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৭৭ লাখ ডোজ ভ্যাকসিন বিভিন্ন দেশকে দান করারও ঘোষণা দেওয়া হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৭৭ লাখ ডোজ ভ্যাকসিন বিভিন্ন দেশকে দান করার ঘোষণা দিয়েছে কানাডা। সোমবারের ওই ঘোষণায় দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তা করতে কানাডিয়ানদের অর্থ সহায়তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

প্রদেশগুলোর সঙ্গে আলোচনার পর ক্রয় সংক্রান্ত মন্ত্রী অনীতা আনান্দ জানান, কোভিড-১৯ ভ্যাকসিনের এই ডোজগুলো বাড়তি সরবরাহ। অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ডোজগুলো অনুদান হিসেবে দেওয়া হবে সেগুলো অগ্রিম ক্রয় চুক্তির আওতায় সরবরাহ পাবে কানাডা এবং এগুলো উৎপাদন হবে যুক্তরাষ্ট্রে। কোভ্যাক্সের মাধ্যমে নি¤œ আয়ের দেশগুলোকে এসব ভ্যাকসিন দেওয়া হবে। তবে ঠিক কবে নাগাদ এগুলো দেওয়া হবে সে নিয়ে এখনও কাজ চলছে।

অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন উৎপাদিত ভাইরাল-ভেক্টর ভ্যাকসিনের চেয়ে মডার্না ও ফাইজার-বায়োএনটেকের তৈরি এমআরএনএ ভ্যাকসিনকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন। এমনকি কেউ যদি প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েও থাকে সেক্ষেত্রেও একই কথা বলেছে তারা।

ভাইরাল-ভেক্টর ভ্যাকসিনের কারণে বিরল কিন্তু কখনও কখনও মারাত্মক রক্ত জমাট বাধার ঝুঁকি রয়েছে। কানাডায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহীতা প্রতি ৬০ হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রে এ সমস্যা দেখা গেছে। যেসব কানাডিয়ান প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও রয়েছেন তাদের মধ্যে।

গত মাসে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুলাইয়ের শেষ নাগাদ কানাডা ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ পেতে যাচ্ছে, প্রত্যেক নাগরিককে পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনেটেড করতে যা যথেষ্ট।

সেপ্টেম্বরের শেষ নাগাদ মডার্নার ৪ কোটি ৪০ লাখ ডোজ এবং ফাইজার-বায়োএনটেকের ৫ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন কানাডায় এসে পৌঁছাবে বলে সোমবারের ঘোষণায় জানান অনীতা আনান্দ। যদিও ৩ কোটি ৮০ লাখ কানাডিয়ানকে ভ্যাকসিনেটেড করতে প্রয়োজন ৭ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন।

- Advertisement -

Related Articles

Latest Articles