2.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কানাডায ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট

কানাডায ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির ঘোষণা এলেও বিভিন্ন প্রভিন্সে বিধিনিষেধ শিথিল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রথম ধাপ শুরুর প্রস্তুতি চলছে। অন্টারিওতে গত ১৮ জুন রাত ১২টা ১ মিনিট থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের ১ম ধাপ শুরু হয়েছে। ফলে সেখানে খুচরা ব্যবসায়ীরা ধারণক্ষমতার ১৫ শতাংশ ব্যবহার করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। এ ছাড়া বার ও রেস্টুরেন্টগুলো তাদের প্রতিষ্ঠানের সামনের খোলা জায়গায় গ্রাহকদের সেবা দিতে পারবে।

- Advertisement -

তবে সবাইকে সতর্ক করে দিয়ে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. লরেন্স লোহ বলেন, কানাডায় সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তি কমে গেলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে।

এ ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রমক, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিন গ্রহীতাদের মাত্র ৩৩ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। তাই তিনি সবাইকে যথাসম্ভব সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles