9.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে ডুবে গেল সেই জাহাজ

৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে ডুবে গেল সেই জাহাজ - the Bengali Times

৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে ‘দ্য ফেলিসিটি এস’ নামের সেই জাহাজটি।

- Advertisement -

দুই সপ্তাহ আগে পর্তুগিজ আজোরস দ্বীপপুঞ্জে গাড়ি বহনকারী জাহাজটিতে আগুন লাগে।

ফেলিসিটি এস জাহাজটি বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শেস ও বেন্টলি নির্মিত ৪ হাজার গাড়ি নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার দুই সপ্তাহ পর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি জাহাজটিতে আগুন লাগার পর এর সকল ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছিল।

পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে যে আগুনে কেউ আহত হয়নি এবং ২২ জন ক্রুকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

ফায়েল দ্বীপের নিকটতম বন্দরের ক্যাপ্টেন জোয়াও মেন্ডেস ক্যাবেকাস রয়টার্সকে জানান, এখনও পর্যন্ত কোনও তেল ফুটো হওয়ার খবর পাওয়া যায়নি। তবে জাহাজটি আটলান্টিকে থাকাকালীন জ্বালানী ট্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে।

বেন্টলি জানায় তাদের ১৮৯ টি গাড়ি ও পোর্শের ১ হাজার একশটি গাড়ি জাহাজে ছিল।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন বলেছে গাড়িগুলো ডুবে যাওয়ায় তাদের প্রায় ১৫৫ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles