8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইউক্রেনে আটকা পড়া জাহাজে রকেট হামলা, নিহত বাংলাদেশী নাবিক

ইউক্রেনে আটকা পড়া জাহাজে রকেট হামলা, নিহত বাংলাদেশী নাবিক - the Bengali Times

ইউক্রেনে আটকা পড়া জাহাজে এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। এতে একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন।

- Advertisement -

সেখানে অবস্থান করা নাবিক বাংলাদেশি সালমান সামি এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময় রাত প্রায় রাত সাড়ে ৯টায় জাহাজে রকেট হামলা হয়েছে। তখন আগুন নেভাতে সক্ষম হন নাবিকরা। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান বলেন, আমরা জানতে পেরেছি জাহাজে হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।

এর আগে, ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এর এই জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছে বলে বিএসসি সূত্রে জানা গেছে।

বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles