-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন - the Bengali Times

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিদেশ থেকে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

টেলিগ্রাম পোস্টে মন্ত্রনালয় জানায়, ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তারা সামরিক বাহিনী এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছেন।

এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles