-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাংবাদিককে আটকের ঘটনা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত

সাংবাদিককে আটকের ঘটনা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সরকারের সমালোচক এক সাংবাদিককে আটকের জন্য ভয়াবহ প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে বেলারুশের বিরুদ্ধে। বিমানে বোমা আছে, এমন তথ্য দিয়ে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী বিমানকে জরুরি অবতরণে বাধ্য করা হয় দেশটিতে। বিমান থেকে নামিয়ে আনা হয় সাংবাদিক রোমান প্রোতোসেভিচকে। বিষয়টিকে বিমান ছিনতাই ও সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এদিকে, ভিন্ন মতাবলম্বী এক সাংবাদিককে আটকের ঘটনায় বেলারুশ সরকারের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি দেশটির বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার বাইরে আরও পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে অটোয়াতে বেলারুশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে বেলারুশের পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ফাইটার জেট দিয়ে জোরপূর্বক বিমান নামিয়ে এনে সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে গ্রেপ্তার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত। বেলারুশ সরকারের এ আচরণ আপত্তিকর, অবৈধ ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এ ব্যাপারে আরও কি ব্যবস্থা নেওয়া যায় অটোয়া তা নিয়ে ভাবছে।

নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে গত বছর বেলারুশের ৫৫ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্স্যান্ডার লুকাশেঙ্কোর অধীনে এ অনিয়ম সংঘঠিত হয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles