17 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

৩৯ শতাংশ কানাডিয়ান টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার পক্ষে

৩৯ শতাংশ কানাডিয়ান টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার পক্ষে
ছবি কানাডা অলিম্পিক এসোসিয়েশন

টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অংশ নেওয়া সত্যিই উচিত কিনা এ নিয়ে মতদ্বৈততা দেখা দিয়েছে কানাডিয়ানদের মধ্যে। জাপানে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় কানাডিয়ানদের মধ্যে এ মতদ্বৈততা সৃষ্টি হয়েছে বলে লেজার অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন অব কানাডিয়ান স্টাডিজের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারও জাপানে নতুন করে ৬ হাজার ৮০০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৫৪৭ জনে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৫৫ জন।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৪২ শতাংশ কানাডিয়ান টোকিও অলিম্পিকে কানাডিয়ান অ্যাথলেটদের অংশ নেওয়া সমীচিন নয় বলে মনে করেন। তবে ৩৯ শতাংশ কানাডিয়ান টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। কোভিড-১৯ মহামারির কারণে নির্ধারিত সময়ের এক বছর পরে ২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশি^ক ক্রিড়া অনুষ্ঠানটি।

- Advertisement -

অলিম্পিকে অংশ নেওয়া নিরাপদ মনে করেন কিনা? এই প্রশ্নের উত্তরে ৪৬ শতাংশ ‘না’ সূচক উত্তর দিয়েছেন। ‘হ্যা’ সূচক উত্তর দিয়েছেন ৩৫ শতাংশ এবং নিশ্চিত নন বলে জানিয়েছেন ১৯ শতাংশ।

আসন্ন অলিম্পিকে কানাডিয়ানদের অংশ নেওয়া সত্যিই উচিত কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কানাডিয়ানদের এ মতামত কর্মকর্তাদের কাজে আসবে বলে মনে করেন লেজারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান বোর্ক। তিনি বলেন, অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে কানাডিয়ানরা খুব বেশি বিভক্ত এবং অ্যাথলেটদের জন্য এটা নিরাপদ হবে কিনা সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন তারা। বিষয়টি এমন যে, আমরা যদি যাওয়ার সিদ্ধান্ত নিই তাহলে ঠিক আছে। আবার যদি না যাওয়ার সিদ্ধান্ত নিই তাহলেও ভালো। সমীক্ষার ফলাফলে তিনি বিস্মিত বলেও জানান বোর্ক।

৭ থেকে ৯ মে পর্যন্ত অনলাইনে ১ হাজার ৫২৯ জন কানাডিয়ান ও ১ হাজার ৩ জন মার্কিন নাগরিকের ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অ্যাথলেটদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন। যেসব অ্যাথলেট ও কর্মকর্তা টোকিও অলিম্পিকে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ফাইজার ও বায়োএনটেক তাদের জন্য ভ্যাকসিন দান করতে চাইলেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভ্যাকসিন নেওয়া জরুরি নয়। কানাডিয়ান অলিম্পিক কমিটি এ প্রসঙ্গে বলেছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির উদ্যোগের অংশ হিসেবে অনুদানের ভ্যাকসিনে তাদেরও সুযোগ থাকবে বলে তারা বিশ^াস করে।

এদিকে সমীক্ষায় অংশগ্রহণকারী ৫৫ শতাংশ মার্কিনী তাদের অ্যাথলেটদের টোকিও অলিম্পিকে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এর বিপক্ষে মত দিয়েছেন মাত্র ২০ শতাংশ মার্কিনী। প্রতিযোগিতায় অংশ নেওয়াকে নিরাপদ বলে মনে করেন অর্ধেকের বেশি মার্কিন নাগরিক।

- Advertisement -

Related Articles

Latest Articles