14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কানাডায় প্রবেশকারীদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন বাতিলের আহ্বান

কানাডায় প্রবেশকারীদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন বাতিলের আহ্বান
ছবিএয়ার কানাডা

কুইবেকের ডরভালের একটি কোয়ারেন্টিন হোটেলে একজন নারীকে নিপীড়নের অভিযোগে অন্টারিওর উইন্ডসরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্ট্রিয়ল পুলিশ। ওই নারী অভিযোগ করেন, তার সহযাত্রীর কাছ থেকে তিনি হেনস্থার শিকার হন এবং নিরাপত্তা কর্মীদের কাছে সাহায্য চাওয়ার পরও দ্রুত তা পাননি। এ ঘটনায় গ্রেপ্তার রবার্ট শাকোরি নামক ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিপীড়ন, অনধিকার প্রবেশ ও হেনস্থার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া অন্টারিওর হ্যামিল্টনে কানাডা জনস্বাস্থ্য বিভাগের এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম হেমন্ত বলে হল্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এ দুটি ঘটনা সামনে আসার পর আকাশপথে কানাডায় প্রবেশকারীদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন বাতিল করার আহ্বান জানিয়েছেন কনজার্ভেটিভ পার্টির বেশ কয়েকজন এমপি।

- Advertisement -

কনজার্ভেটিভ এমপিদের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের সময় যৌন নিপীড়নের এসব ঘটনা আমাদের ক্ষুব্ধ করেছে। এটা একেবারেই অনভিপ্রেত এবং বন্ধুসুলভ পরিবেশে কোয়ারেন্টিনের অধিকার যাত্রীদের রয়েছে। লিবারেল সরকারকে এখনই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন বাতিল করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles