6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

১৪ প্রকার প্রেমিক প্রেমিকা

১৪ প্রকার প্রেমিক প্রেমিকা
ছবিজাভেদ ইকবাল

প্রেম বৈচিত্রে বাংলাদেশ বিশ্বে শীর্ষে। জাতি সংঘের উচিত দেশটাকে প্রেম ঐতিহ্যের রাজধানী ঘোষণা করা। বলধা গার্ডেনের কচুর পাতার আড়াল থেকে শুরু করে যমুনা ফিউচার পার্ক, নাইক্ষ্যংছড়ি থেকে বাংলাবান্ধা; সর্বত্র এদের নির্ভয় বিচরণ, অভয়ারণ্য।

নিম্নে নিজ দায়িত্বে এদেশের প্রেমিক প্রেমিকাদের শ্রেণীবিন্যাস করা হলো:

- Advertisement -

১. সুপ্ত: এরা বলা নাই কওয়া নাই হঠাৎ কাউকে আকাশ থেকে টেনে নামিয়ে প্রেম নিবেদন করবে। উদাহরণ: প্রাইভেট টিউশনির মাস্টার।

২. গুপ্ত: এরা আজীবন গাছের পাতায় পাতায় চলে। জীবনেও ধরা খায় না। উদাহরণ: এরাঞ্জড বিবাহের কন্যা।

৩. বিরোধী: এ ধরণের পাবলিক ভালোবাসা-বাসি দেখলেই মন্তব্য করবে- “ভবিষ্যৎ ঘুটঘুটে অন্ধকার!” উদাহরণ: বড় ভাই।

৪. বিদ্বেষী: এরা নিজেরা ভালোবেসে বিয়ে করলেও পরবর্তীতে কাউকে প্রেম করতে দেখলেই ক্ষেপে গিয়ে মারতে আসে। উদাহরণ: খালু, চাচা, মামা।

৫. সমর্থক: এরা ভীষণভাবে প্রেমের সমর্থক। এদের প্রধান কাজ হলো বন্ধুদের মধ্যে লাইন তৈরী করে প্রেমের যোগান দেওয়া। এদের প্রতি প্রথম কয়েকবছর সবাই কৃতজ্ঞ থাকলেও পরবর্তীতে গালিগালাজ দিয়ে বেড়ায়। উদাহরণ: পাড়ার খেলার সাথী, সমবয়সী সমলিঙ্গের কাজিন।

৬. অবিশ্বাসী: এরা জীবনেও স্বীকার করবে না যে প্রেম বলে কিছু আছে। উদাহরণ: সুবীর নন্দী।

৭. রাজপ্রেমিক: এরা মনের সুখে রাস্তার গাড়ি ভাঙচুর করে। উদাহরণ- রাজনৈতিক দলের ক্যাডার।

৮. আত্মপ্রেমিক: এরা রক্তের সম্পর্ক ছাড়া কাউকে ভালোবাসতে আগ্রহী নয়। উদাহরণ- ননদ, শ্বাশুড়ী।

৯. খাঁটি প্রেমিক: এরা শান্তিনিকেতনী ব্যাগ কাঁধে নিয়ে নিজের লেখা কবিতার বই “পুশ সেল” করে বেড়ায়। উদাহরণ- উঠতি কবি।

১০. দর্শন প্রেমিক: এদের কাছে ভালোবাসার কোনো মাথা মুন্ড নাই। ভালোবাসার কথা শুনলেই উদাস মনে সিগারেট ধরিয়ে ভাবুক বনে যাবে।

১১. বিশ্বপ্রেমিক :এরা মিনিটে মিনিটে প্রেমে পড়ে। উদাহরণ- এরশাদ।

১২: নাছোড়বান্দা: এরা কারো পিছে লাগলে “বাই হুক অর কুক” একটা শেষ দেখেই ছাড়বে; বিয়ে কিংবা গলায় দড়ি।

১৩. ছ্যাঁচড়া: এদের শাসিয়ে কোনো লাভ নাই, হাসিমুখে ছ্যাঁকা খেয়ে দাঁত কেলিয়ে হাসবে; মস্তান লেলিয়ে ঠ্যাং না ভাঙা পর্যন্ত। উদাহরণ: শাহরুখ খান।

১৪. দলপ্রেমী: এরা নিজের জীবনের চাইতেও পছন্দের রাজনৈতিক দলকে বেশি ভালোবাসে; এমন কি দেশের চাইতেও! দলের বিরুদ্ধে কোনো কথা হজম করার শক্তি সৃষ্টিকর্তা তাদের দেয় নাই। “সবার উপর দল সত্য তাহার উপর নাই” ধর্মে বিশ্বাসী। উদাহরণ: বাংলাদেশী।

***বিঃ দ্রঃ যারা সত্যিকারভাবেই ৮ নাম্বার পয়েন্টের তীব্র বিরোধী, ইকবালকে গালিগালাজ শুরু করে দিয়েছেন; তাদের শতকোটি সালাম।তাদের মতো মানুষে যেন দুনিয়া ভরে উঠে। আমাদের সমাজে তাদের খুব প্রয়োজন।

ফেব্রুয়ারী ১৪, ২০২১।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles