4.2 C
Toronto
শনিবার, অক্টোবর ২৩, ২০২১

আমেরিকায় আবার প্রেসিডেন্ট এলেন!

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

আমেরিকা যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের সঙ্গে নতুন সূর্যোদয় ঘটেছে। বিশ্ব তারই অপেক্ষায় ছিল এবং তিনি তার ভাষণে গণতন্ত্র, শান্তি ও ঔচিত্যের প্রজ্জ্বলন ঘটিয়েছেন, যেখানে আপাতদৃষ্টিতে বিগত চার বছরে গতিপথটি হারিয়েছে। এতে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক বরাবরে একজন লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্টের সময়ে যা ঘটেছে, তাতে চার বছরে এই প্রথম নিঃশ্বাস নিতে পারছি।’ অপর একজন নিউ ইয়র্ক পোষ্টে লিখেছেন, ‘কেউ যদি আমাদের সমাজে সৃষ্ট উদ্গ্রন্থিত দ্বগ্ধক্ষত মোচন করতে পারেন, তিনি একমাত্র বাইডেন।’

হ্যাঁ, নতুন সূর্যোদয়ই বটে; কেননা জো বাইডেন সে কথাটাই ২০ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সকাল ৯টা ২০ মিনিটে ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ডিসি ত্যাগের পরক্ষণই টুইট করে জানান। অনুরূপভাবে তার অভিষেক ভাষণটি যে কোনো পরিসীমায় ছিল অতুলনীয়, যেখানে সবিশেষভাবে অর্জনহীন অসৌজন্যতার পরিবর্তে গণতন্ত্রের মতপার্থক্য সত্তে¡ও ‘একতা’ সৃষ্টির আহবানটি জানিয়েছেন; অতীত নয় বরং বর্তমান ও ভবিষ্যতের সোপান গড়ার কথা বলেছেন। নিঃসন্দেহে তা নেতৃত্বগুণ, যা দ্বিধাবিভক্তিকালীন ঐকমতের আকাঙ্খা। সেখানে অ্যামান্ডা গোরম্যানের কবিতা ছিল বাড়তি উপযোগ: ‘নিশ্চয়ই বাতিঘর রয়েছে। যদি আমরা সাহসীচিত্তে অন্বেষণ করি। কেবলই যদি অন্বেষায় পরাক্রম সাহসীচিত্ত হই।’

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles