7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ভাষার মাস

ভাষার মাস - the Bengali Times
টরন্টোর শহীদ মিনার

‘আমায় গেঁথে দাও না মাগো, একটি বকুল ফুলের মালা
আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা’

আজ পোহেলা ফেব্রুয়ারি । ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা রাষ্টীয় করন করার দাবীতে আন্দোলনের মাস ।১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনের সৈনিকয়েরা প্রান দিয়েছিলেন বাংলা ভাষাকে রাষ্টীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার দাবীতে । সেই শহীদদের রক্ত স্রোতের পথ ধরে হেঁটে বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম আমাদের স্বাধীনতা লক্ষ্যে। ১৯৫২ এর পর থেকে শুরু হয় নানা সংগ্রাম নানা প্রতিবাদ বাঙ্গালীর দাবী আদায়ের জন্য ।

- Advertisement -

একে একে আসে ৬২ইর শিক্ষা আন্দোলন ,৬৬ইর ছয় দফা আন্দোলন ৬৯এর গণ আন্দোলন তারপর ৭১এর স্বাধীনতা সংগ্রাম । আমাদের সংগ্রামের সূত্রপাত করে দিয়েছেন ভাষা সৈনিকেরা । আমরা পেয়াছি নিজের প্রাণের ভাষা স্বাধীন দেশ বাংলাদেশ । এই মাসটিতে আমরা বিশেষ কোরে স্মরণ করি আমাদের ভাষা সৈনিকদের ।১৯৫২ সালের ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি’।

ম্যাল্টন, অন্টারিও, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles