8.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সম্পাদিত আচরণবিধি

প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সম্পাদিত আচরণবিধি - the Bengali Times
ছবিশ্যারন ম্যাককেচন

একসময় বাংলাদেশে উচ্চ মাধ্যমিক ক্লাসের ইংরেজি বইতে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সম্পাদিত আচরণবিধির একটি ছোট্ট তালিকা ছিল। অষ্টাদশ শতাব্দিতে প্রণীত সে তালিকা প্রকৃতপক্ষে ১৫৯৫ সালে প্রথমবারের মত করেছিল ফরাসিরা। ওয়াশিংটনকৃত সে তালিকাটি এমন:

১। কারো এত কাছে দাঁড়িয়ে কথা বলো না যে মুখ থেকে পানি ছিটে তার গায়ে লাগে।

- Advertisement -

২। কেউ কোন বই বা কিছু পড়া অবস্থায় এত কাছে যেও না যাতে তুমি সেটা দেখে ফেলতে পারো।

৩। অন্যের নিকট থাকা কোন বই বা লেখা নিয়ে কোন মন্তব্য করো না, যদি তোমাকে তা করতে অনুরোধ না করা হয়।

৪। অন্যকে আগে কথা বলতে দাও।

৫। অন্যের বিপদে, সে যদি তোমার শত্রুও হয়, কখনো সন্তোষ প্রকাশ করো না।

৬। অন্যকে সংশোধন করতে চাইলে তা নম্রভাবে করো।

৭। খাওয়ার সময় কথা বলো না।

৮। মুখের চেয়ে বড় লোকমাতে খেও না।

৯। তোমার হৃদয়ে সবসময় বিবেক নামের মঙ্গলবর্তিকা প্রজ্বলিত রেখো।

১০। কেউ তোমার নিকট কিছু পেলে তা সে ব্যাপারে সচেতন থেকো এবং যথাসময়ে পরিশোধ করো।
তালিকার অনেকগুলোই আমরা আমাদের জীবনে পালন করি। এর বাইরে আর কী কী পালনীয় বলে আপনি মনে করেন?

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles