-4.6 C
Toronto
বৃহস্পতিবার, জানুয়ারী ২৭, ২০২২

ভিকির বাহুডোরে ক্যাটরিনা, বিয়ের এক মাস উদযাপন

- Advertisement -
স্বামী ভিকি কৌশলের বাহুডোরে ক্যাটরিনা কাইফ

স্বামী ভিকি কৌশলের বাহুডোরে ক্যাটরিনা কাইফ। বিয়ের একমাস উদযাপনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। রোববার সকাল সকাল ভিকির সঙ্গে একটি সেলফি শেয়ার করেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ একমাস আমার ভালোবাসা’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।

ছবিতে বাড়ির পোশাকেই দেখা গেছে তারকা দম্পতিকে। নো মেকআপ লুকে রয়েছেন দু’জনেই। স্ত্রী ক্যাটরিনাকে আগলে রেখেছেন ভিকি। দম্পতির মুখে মিষ্টি একটা হাসি। ছবিতে ভালোবাসা এবং শুভেচ্ছার বন্যা।

- Advertisement -

৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে সেরেছিলেন বলিউডের এই চর্চিত জুটি। এরপর ১০ ডিসেম্বর সকালেই জয়পুর থেকে সোজা মধুচন্দ্রিমায় মলদ্বীপ উড়ে যান বলিউডের নবদম্পতি।

জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পর সেখানেই সংসার পেতেছেন। অ্যাপার্টমেন্টের ৮ তলায় সংসার পেতেছেন নব দম্পতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles