9.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শেষ টেস্ট খেলা টেইলরকে সম্মান জানাল বাংলাদেশ

শেষ টেস্ট খেলা টেইলরকে সম্মান জানাল বাংলাদেশ - the Bengali Times
ছবি সংগৃহীত

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার সময় রস টেইলরকে বিশেষ সম্মান জানায় বাংলাদেশ দল। প্রথম দিন অপেক্ষায় থাকা রস টেইলর অবশেষে ব্যাটিংয়ে নামে দ্বিতীয় দিনে। ক্রাইস্টচার্চের করতালির ভেতর নামার পর বাংলাদেশ খেলোয়াড়েরা তাকে দিয়েছেন গার্ড অব অনার।

তবে ক্রাইস্টচার্চে নিজের শেষ টেস্টটা সরনিয় করে রাখতে পারেননি টেইলর। এবাদতের বলে আউট হওয়ার আগ পর্যন্ত ৪ চারে ৩৯ বলে ২৮ রান করেন ডানহাতি এই কিউই ব্যাটসম্যান।

- Advertisement -

এদিকে প্রথম দিনের হতাশার পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে সোমবার (১০ জানুয়ারি) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বলতে গেলে বাংলাদেশের পকেটে গেছে। আগের দিনের মাত্র এক উইকেটের পর এদিন চার চারটি উইকেট শিকার করেছে বাংলাদেশি বোলাররা।

তবে দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামলেও কাজ যা করার আগেই করে ফেলেছেন টম লাথাম-কনওয়েরা। বলতে গেলে রান পাহাড়ে স্বাগতিকরা।

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্বের গুরুদায়িত্ব টম লাথামের কাঁধে। সেই চাপেই কি না, প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে যেন আস্ত ‘রানমেশিন’ বনে গেছেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয় দিনে দেখা পেলেন ডাবল সেঞ্চুরির। তাসকিনকে কাভার দিয়ে চার মেরে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। ৩০৫ বল খরচায় এ মাইলফলকে ছুঁয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বিশতক পাওয়ার মাত্র পঞ্চম ঘটনা এটি, সর্বশেষ ১৯৯৭ সালে ইনিংস উদ্বোধন করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতক পেয়েছিলেন ব্রায়ান ইয়াং। এছাড়া দেশটির মাটিতে যে কোনো ইনিংসে কোনো উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বিশতক পাওয়ার এটি সপ্তম ঘটনা। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে সবশেষ লাথামই পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ২০০ রানের দেখা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় তথা শেষ টেস্টে রোববার (৯ জানুয়ারি) টস জিতে বল করতে নেমে তেমন কিছুই করতে পারেনি মুমিনুল বাহিনী। অন্যদিকে, নিউজিল্যান্ডের জন্য গল্পটা প্রত্যাবর্তনের। প্রথম ম্যাচে বাজে খেলার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles