5.3 C
Toronto
সোমবার, মার্চ ২০, ২০২৩

অস্পষ্ট ছায়া

অস্পষ্ট ছায়া - the Bengali Times
প্রচ্ছদ ইন্টারনেট

আজ তুমি অনেক দূর ——-
ঢেউ তোলা বাতাসে ঘেমে উঠে –
তোমার মনের দেয়াল,
আর আমি রাতের আকাশে ফানুস হয়ে উড়ছি,
তোমার তাতে নেই একবিন্দু খেয়াল।
ও গো মনো দরদী,
আমার অস্থিতে ফোটালে হুল শব্দের সন্ত্রাসে,
মনের ইচ্ছের যতো দৃঢ়তা ছিলো -যা তোমার চোখের ভিতর ভাসে।
দূরত্বের কালো কাপড়ে বাঁধিলে চোখ —-
নিমিষেই অন্ধকার গিলে খায় আমায়,
আলো আঁধারের দায়বদ্ধতা নিতে চায়না কেউ,
তবুও অগণন তারার নিবাস গড়ি —
দূর নীলিমায়।
মুছে যায় সব চিহ্ন জাগতিক মোহের দূরত্ব,
ইচ্ছেরা আসেনা অনুকূলে,
দেখি এক অস্পষ্ট ছায়া বোধের প্রতিকূলে।
দেখা হয়নি শেষ ঠিকানা —–
তাই, হৃদয়ের আনকোরা তোলপাড়
তোমাকে বলা হলোনা।
অদৃশ্য ছোঁয়া,প্রাক্কলিত অনুধাবন—-
আর অ-সময়ের সাথে যাপন-
নাহি করিলে গ্রহন নাহি জানিলে আপন,
ও ভাবেই হয় কি জীবন?
নাকি এভাবেই হয় জীবন?? জানিনা!!!
দৃষ্টির আড়ালে বিস্তীর্ণ জগত কতোটা অস্তিত্বমান!
কতোটা রতিভ্রম, বিভ্রমের বাস!
কতোটা ঘন অন্ধকার শিকড়হীন শুকনো মর্মর,
আজ তুমি অনেক দূর!
তবুও বাঁধি বুক,
বাঁধাহীন আকুলতা কাটিয়ে —
রোদেলা দুপুর ফিরে আসুক ।।

 

- Advertisement -

Related Articles

Latest Articles