8.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

পুরুষ হলে এত কথা হতো না

পুরুষ হলে এত কথা হতো না
পরীমনি

পরীমনির পক্ষে লেখতে গিয়ে অনেকের বিরূপ, তির্যক মন্তব্যের শিকার হয়েছি। বন্ধু মহল থেকে কথা উঠেছে একটা নষ্ট মেয়ের পক্ষে লেখার কারনে।

আমি হলফ করে বলতে পারি, পরীমনি নারী না হয়ে কোন পুরুষ হলে এত কথা হতো না।

- Advertisement -

যে সমাজ পরীমনিকে সৃষ্টি করেছে সেই সমাজ কি নষ্ট নয়? পরীমনি যে সব প্রভাব প্রতিপত্তিশালীদের ক্রিড়ানকে পরিনত হয়েছিল সেই সব প্রভাব প্রতিপত্তিশালীরা কি নষ্ট নয়? পরীমনি যাদের কারনে আজ পরীমনি তারা কি নষ্ট নয়?

নষ্টের খেতাব নেওয়ার দায় শুধু পরীমনির উপর বর্তাবে কেন?

যে বসুন্ধরার এমডির কারনে একটি মেয়ে আত্নহত্যা করেছিল সেই নষ্ট লোকটির বিরুদ্ধে আপনাদের টু শব্দটি নেই কেন? পরীমনি যখন রিমান্ডে সেই একই সময় এই নষ্ট লোকটি সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়ে মুক্ত বিহংগের মত উড়ে বেড়ায়। কই, এর বিরুদ্ধে আপনাদের কোন লেখা চোখে পড়লো না কেন? কোন বাক্য উচ্চারিত হলো না কেন?

কি আশ্চর্য বৈপরীত্য!

এর কারন হচ্ছে বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ আজো সেই একই অবস্থানে রয়ে গেছে। এক চুলও পাল্টায় নি। এখনো আমরা সমতার দৃষ্টিতে দেখি না, পুরুষের দৃষ্টিতে দেখি। পরীমনির একান্ত ব্যক্তিগত বিষয়গুলিকে(যে গুলি আইনের চোখে কোন অপরাধ নয়) আমরা অপরাধের মানদন্ডে ফেলে চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছি।

পরীমনি বিষয়ে মূল ইস্যুটার থেকে দৃষ্টি সরিয়ে আমরা একটা মেয়েকে নষ্ট অপবাদ দিতে ব্যস্ত হয়ে পড়েছি।

মূল ইস্যুটা ছিল, পরীমনি বোট ক্লাবের হোমরাচোমড়দের নিয়ে নাড়াচাড়া করেছিল। তাই পরীমনিকে থামানো তাদের জন্য জরুরী হয়ে পড়েছিল। সরকারের রাষ্ট্রযন্ত্র তাই ভুয়া অভিযোগ এনে পরীমনিকে আটক করে। পরীমনিকে আটকের জন্য মাদক দ্রব্য রাখার নাটক মঞ্চায়ন করা হয়। সরকারের রাষ্ট্রযন্ত্রের এই মেকি বেহায়াপনা শিক্ষিত প্রগতিশীলদের চোখ এড়ায় নি। তারাই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। আর অশিক্ষিত অর্বাচীনরা মূল বিষয়টি এড়িয়ে পরীমনিকে নষ্ট মেয়ে খেতাব দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল।

সমাজের সচেতন এবং প্রগতিশীলদের পক্ষ থেকে সরকারের এই অবস্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া বৃদ্ধি পাওয়ায় সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

পরীমনি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন।

এই বিজয় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটি বড় ধরনের বিজয়।

মুক্তি পাওয়ার পর পরীমনির করতলে লেখা ছিল “Dont ❤️❤️❤️ me bitch”। এটিও একটি প্রতিবাদ। প্রতিবাদ সেই সমাজের প্রতি যে সমাজ তাকে ঘৃনা করে, নষ্ট মেয়ে উপাধি দেয়। এর অর্থ তোমাদের ঘৃনাকে আমি থোড়াই কেয়ার করি। অনেকটা বৃদ্ধাংগুলি দেখানোর মত।

পরীমনির ব্যক্তিগত বিষয়ে বলার কিছু নাই তবে তার সাহসিকতাকে salute জানাই।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles