21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

শুভ জন্মদিন সিসিএসএস

- Advertisement -

আজ CCSS এর জন্মদিন। শুভ জন্মদিন CCSS ।

আজ থেকে ঠিক এক বছর আগে কিছু ভালো ভাবনার সূত্র ধরে এই গ্রুপটির জন্ম হয়েছিল।

বৈশ্বিক মহামারীর ভয়াবহ প্রানঘাতী ছোয়া যখন কানাডাকে স্পর্শ করা শুরু করছিল তখন মানবতার সেবায় এগিয়ে আসার তীব্র আকাঙ্ক্ষা থেকে এই গ্রুপের জন্ম হয়েছিল। কোরোনা ভাইরাসে কোয়ারেন্টিন থাকা বাংলাদেশীদের গ্রোসারী থেকে আরাম্ভ করে জরুরী ঔষধ পৌঁছে দিয়েছে এই গ্রুপের অসংখ্য লড়াকু স্বেচ্ছাসেবী। এছাড়াও প্রথম দিকে তথ্যের অভাবে যখন মানুষ দিশেহারা সেই অবস্থায় সঠিক তথ্য দিয়ে নাগরিকদেরকে সাহায্য করেছে এই গ্রুপ। বিভিন্ন হসপিটালে যখন পিপিই সামগ্রীর সংকট ছিল সেই সময় এই গ্রুপের সম্মানিত সদস্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ অত্যন্ত ঝুঁকির মুখেও বেশ কয়েকটি হাসপাতালে পিপিই সামগ্রী পৌঁছে দিয়েছিল।

মায়া-মমতায় আবদ্ধ CCSS একটি পরিবারের মত সবাইকে নিয়ে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কমিউনিটির প্রতিটি মানুষ এই CCSS পরিবারের সদস্য।

এই মহৎ কাজ করতে গিয়ে যারা যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।

ভালো কাজের মৃত্যু হয় না, ভালো দৃষ্টান্তের মৃত্যু হয় না। মানবতার প্রতি ভালোবাসাই প্রকৃত সত্যের পথ। হিংসা নয়,বিদ্বেষ নয়,হানাহানি, বিভেদ নয়, মানুষের প্রতি মানুষের ভালবাসাই হোক সত্যনিষ্ঠ পথের সন্ধান।

আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় CCSS ।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles