13.8 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ইন্টারনেট দুনিয়া কাঁপানো সেই কুকুর মারা গেছে

ইন্টারনেট দুনিয়া কাঁপানো সেই কুকুর মারা গেছে - the Bengali Times
ডগকয়েনে কাবুসুর ছবি

ইন্টারনেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা গেছে। কাবুসুর ছবি দিয়ে বিশ্বব্যাপী কোটি কোটি মিম তৈরি হয়েছে। এছাড়া কুকুরটি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘ডগকয়েন’ নামের ক্রিপ্টোকারেন্সি।

শুক্রবার (২৪ মে) এক্সে এক পোস্টে ডগকয়েন কাবুসুর মৃত্যুর খবর জানায়। তারা লিখেছে ‘কাবুসু আজকে, আমাদের কমিউনিটির বন্ধু ও অনুপ্রেরণা, সুন্দরভাবে তার মালিকের বাহুতে মারা গেছে। সে ছিল এমন কুকুর যে শুধু আনন্দ এবং সীমাহীন ভালোবাসাকে জানত।’

- Advertisement -

কাবুসুর মালিক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ২৬ মে কুকুরটির জন্য তারা জাপানের নারিতা শহরে একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবেন। জানা গেছে, বৃহস্পতিবার কাবুসু স্বাভাবিকভাবে তার খাবার গ্রহণ করে। পর্যাপ্ত পানিও খায়। এরপর ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।

২০২২ সালে লিউকেমিয়া এবং লিভারের রোগে আক্রান্ত হয় কাবুসু। তা সত্ত্বেও কুকুরটি দীর্ঘদিন বেঁচে ছিল। কাবুসুর মালিক বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles