12.3 C
Toronto
সোমবার, মে ৫, ২০২৫

এয়ার কানাডার রিভিউ !

এয়ার কানাডার রিভিউ ! - the Bengali Times

আমি সম্প্রতি AC ব্যবহার করে আমস্টারডাম এসেছি। ভাড়া যে কম তাও,নয়, বরং স্ট্যান্ডার্ড। কিন্তু তাদের সার্ভিস সেই তুলনায় নিম্নমানের। আমি নিজে বাংলাদেশ বিমানে জীবনে একবার শধু লং হল ফ্লাইট ব্যবহার করেছি এবং অভিজ্ঞতা ভালো ছিল না, তবে ডমেস্টিক এবং শর্ট হল ফ্লাইটে বেশ কয়েকবার যাওয়া আশা করেছি, সেই অভিজ্ঞতা ভালো।

- Advertisement -

তবে বর্তমানে ঢাকা-টরন্টো ফ্লাইটের অনেক রিভিউ দেখি, গড়ে সে রিভিউ ভালো, সেই রিভিউয়ের সাথে AC ছিল ফেল মার্কা।

আমি অনলাইনে বোর্ডিং পাস্ নিয়েছিলাম, তাতে দুই জায়গায় দুই ছিট্ দিয়েছে, যেটি আমিরাত বা কাতার কখনো করেনি , এয়ারপোর্টে AC কে বললে বললেন, ঐটা চেঞ্জ করা যাবে না, তাহলে মহাভারত, বাইবেল, কোরান সব অশুদ্ধ হয়ে যাবে।

ছিটগুলিতে চাপাচাপি করে বসতে হয়েছে।
খাবারের মান একেবারে খয়রাতি/ফকিন্নি মার্কা।
খাবারের যে ট্রেটা সেটিও ফকিন্নি মার্কা। ছিটের পিছনের TV স্ক্রিনের প্রোগ্রামের অপশনও অনেক কম।
বাথরুমের অবস্থাও উন্নত নয়।

এগুলি বললাম এই কারণে যে, বাংলাদেশ বিমানকে তো আমরা ছেড়ে কথা বলি না, তাহলে কেন ACকে বলবো না।

- Advertisement -

Related Articles

Latest Articles