6.7 C
Toronto
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

অবাঙালি পাঠকের কাছে নজরুল

অবাঙালি পাঠকের কাছে নজরুল - the Bengali Times

কাজী নজরুল ইসলামের নির্বাচিত প্রবন্ধের একটি ইংরেজি অনুবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে৷ অনুবাদ করেছেন বহু বাংলা গ্রন্থের অগ্রগণ্য ইংরেজি অনুবাদক রাধা চক্রবর্তী। এই অনুবাদ দিয়ে নজরুল নতুন করে অবাঙালি পাঠকের কাছে পৌঁছতে সক্ষম হবেন, তেমনটা আশা করা যেতেই পারে।

- Advertisement -

ভালো লাগছে প্রথিতযশা অনুবাদক রাধা তাঁর ভূমিকাতে নজরুলের গদ্যের পূর্ববর্তী সকল অনুবাদকের কথা উল্লেখ করেছেন৷ তাঁদের কাজের স্বীকৃতি দিয়েছেন। উল্লেখ করেছেন কুড়ি বছর আগে নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত আমার অনুবাদ ‘Kazi Nazrul Islam: Selected Prose’ গ্রন্থের কথাও।

যে কোনো কাজ তা সে গবেষণা, অনুবাদ বা মৌলিক হোক, তাঁর কোনো পূর্বসূরি থাকলে সেটির স্বীকৃতি কৃতজ্ঞ মননের পরিচায়ক। কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে একজন মানুষ তাঁর রুচি ও সৌন্দর্যের প্রকাশ ঘটান৷

- Advertisement -

Related Articles

Latest Articles