7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রাণীদের ওপর প্রসাধনের পরীক্ষা নিষিদ্ধ করেছে কানাডা

প্রাণীদের ওপর প্রসাধনের পরীক্ষা নিষিদ্ধ করেছে কানাডা - the Bengali Times
স্বাস্থ্যমন্ত্রী জাঁ ইভস ডুকলো

প্রাণীদের ওপর প্রসাধন পণ্যের পরীক্ষা নিষিদ্ধ করেছে কানাডা। আরও অনেক দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাক্টের সংশোধনীগুলো এ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ডিসেম্বরে তা কার্যকর হবে। স্বাস্থ্যমন্ত্রী জাঁ-ইভস ডুকলো মঙ্গলবার টরন্টোতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি বলেন, প্রাণীদের ওপর প্রসাধন সামগ্রীর পরীক্ষা নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বিশে^র যে ৪৩টি দেশ তাদের সঙ্গে আজ কানাডাও যুক্ত হলো। প্রাণীদের ওপর প্রসাধন সামগ্রীর পরীক্ষা নিষিদ্ধ করে আমাদের সরকার এখন আইন পাশ করতে যাচ্ছে।

- Advertisement -

কানাডায় কোম্পানিগুলোকে তাদের উৎপাদিত প্রসাধন পণ্য প্রাণীর ওপর পরীক্ষা বন্ধ করতে বলার পাশাপাশি যেসব পণ্যের পরীক্ষার জন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয় কানাডায় সেগুলোর উৎপাদন ও বিক্রিও বন্ধ হতে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিকারকর্মী, শিল্প, রাজনীতিক ও কানাডিয়ানরা সবাই এর সঙ্গে একমত হয়েছেন। ৯০ শতাংশ কানাডিয়ান এই পদক্ষেপের পক্ষে তাদের মত দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন ২০০৪ সালে প্রাণীদের ওপর প্রসাধন পণ্য পরীক্ষা নিষিদ্ধ করে। সে সময় তারা এ সংক্রান্ত গবেষণায় বিপুল অংকের অর্থ বিনিয়োগ করে, প্রাণীদের ওপর পরীক্ষার বিকল্প উদ্ভাবনে। তারপরও কানাডায় এ সংক্রান্ত আইন পাশে প্রতিবন্ধকতা রয়েছে। ২০১৫ সালের একটি প্রাইভেট মেম্বার’স বিলের কথা এ ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। প্রসাধন শিল্প সে সময় এর বিরোধিতা করেছিল। প্রাণী অধিকার কর্মীরা উন্নয়নের জন্য এখনো কিছু ক্ষেত্র দেখতে পাচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles