18 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড - the Bengali Times

দে‌শের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ের রেকর্ড সৃ‌ষ্টি করে‌ছে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়েছে। এ সময় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বিগত রেকর্ডকে ভঙ্গ ক‌রে‌ নতুন রেকর্ড গ‌ড়ে‌ছে।

- Advertisement -

এরআগে গত বছরের ৭ জুলাই সব্বোর্চ ৩ কো‌টি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল। এ সময় প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বুধবার (২৭ জুন) রাত ১২ হ‌তে বুধবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘন্টায় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। এরম‌ধ্যে শুধু মাত্র মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ১৪ হাজার ১২৩‌টি। এর‌ বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এতে উত্তরব‌ঙ্গের দি‌কে বে‌শি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে।

দেখা গে‌ছে, এই ২৪ ঘন্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পার হ‌য়ে‌ছে ৩৬ হাজার ৪৯১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৮ হাজার ৯৯৭‌টি। এতে টোল আদায়ের পরিমান এক‌ কো‌টি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles