7.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

টরন্টোতে প্রতি সপ্তাহে তিনজন গৃহহীনের মৃত্যু

টরন্টোতে প্রতি সপ্তাহে তিনজন গৃহহীনের মৃত্যু - the Bengali Times
টরন্টো জনস্বাস্থ্য বিভাগের প্রকাশ করা নতুন উপাত্ত অনুযায়ী ২০২১ সালে মারা গিয়েছিল মোট ২২৩ জন গৃহহীন

টরন্টোতে গত বছরে প্রতি সপ্তাহে গড়ে তিনজনের বেশি গৃহহীন মারা গেছেন। নগরীর উপাত্ত অনুযায়ী, ২০২২ সালে টরন্টোতে মোট ১৮৭ জন গৃহহীন মারা গেছেন।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগের প্রকাশ করা নতুন উপাত্ত অনুযায়ী, ২০২১ সালে মারা গিয়েছিল মোট ২২৩ জন গৃহহীন। সে হিসাবে গত বছর গৃহহীনের মৃত্যু ২০২১ সালের তুলনায় কমেছে। তবে ২০১৭ ও ২০২০ সাল পর্যন্ত সময়ের তুলনায় বেড়েছে। টরন্টোতে গৃহহীনদের মৃত্যুর প্রধান কারণ মাদকের বিষক্রিয়া। এই কারণে মৃত্যু হয়েছে প্রায় ৪৭ শতাংশ গৃহহীনের। মৃত্যুর দ্বিতীয় শীর্ষ কারণটি অজানা এবং তার হার ২৯ শতাংশ। এরপর সবচেয়ে ১০ শতাংশের মৃত্যু হয়েছে হৃদরোগে এবং ৫ শতাংশের ক্যান্সারে।

- Advertisement -

টরন্টোতে ২০২২ সালে মারা যাওয়া গৃহহীনদের ৭৭ শতাংশই পুরুষ। এছাড়া সবচেয়ে বেশি মারা গেছে ৪০ থেকে ৫৯ বছর বয়সশ্রেণির লোকেরা। তাদের হার ৩৪ শতাংশ।

এক বিবৃতিতে সিটি কর্তৃপক্ষ বলেছে, গৃহহীনদের মধ্যে অপরিণত বয়সে মৃত্যুর হার বাড়ছে। ২০২২ সালে মারা যাওয়া গৃহহীনদের গড় বয়স ছিল ৫৫ বছর এবং নারীদের ৪২ শতাংশ। জাতীয়ভাবে মারা যাওয়া ব্যক্তিদের গড় বয়স যেখানে ৭৯ বছর এবং নারীদের মধ্যে এ হার ৮৪ বছর।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles