17.5 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

স্ত্রীর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই ট্যুরে গেলেন যুবক

স্ত্রীর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই ট্যুরে গেলেন যুবক - the Bengali Times

স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সব ঠিক ছিল। তবে শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হলো স্ত্রীকে। যার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য এত প্রস্তুতি নিয়েছিলেন, তিনিই যদি না যেতে পারেন, তা হলে আর ঘুরতে যাওয়ার মানে কী!

- Advertisement -

কিন্তু এত দিনের পরিকল্পনা, শেষ মুহূর্তে ভেস্তে যাবে! এই দোটানার মধ্যেই বেড়াতে যেতে অভিনব উপায় খেলে গেল যুবকের মনে।

সশরীরে স্ত্রী যেতে পারছেন না তো কী হয়েছে, তার মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই বাড়ি থেকে ‘রোমান্টিক ট্যুরে’ বেরিয়ে পড়লেন ফিলিপিন্সের এক যুবক। তারপর?

স্ত্রীর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই ট্যুরে গেলেন যুবক - the Bengali Times

স্ত্রীর ছবি লাগানো ঐ বালিশই হয়ে উঠল তার বেড়ানোর সঙ্গী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রেমন্ড ফরচুনেডো নামে এক যুবক স্ত্রীর মুখোশের ছবি বালিশের ঢাকা পরিয়ে তা নিয়েই ফিলিপিন্সের পালাওয়ানের কোরোন এলাকায় ছুটি কাটাতে যান।

বেড়াতে গিয়ে শপিং করার সময়, এমনকি হোটেলে প্রাতরাশ সারার সময়ও ঐ বালিশ ছিল তার সঙ্গী। বালিশের সঙ্গে ছবিও তুলেছেন ঐ যুবক। আসলে বেড়াতে গিয়ে স্ত্রীকে যাতে ‘চোখে হারাতে’ না হয়, সে কারণেই এমন অভিনব পরিকল্পনা ঐ যুবকের।

সূত্র: এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles