14.8 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

দ্যা নর্থপাইন ফাউন্ডেশনের ২০ মিলিয়ন ডলার অনুদান

দ্যা নর্থপাইন ফাউন্ডেশনের ২০ মিলিয়ন ডলার অনুদান
ফাইল ছবি

আমি যে এলাকায় থাকি তার নাম স্কারবরো। সেখানকার একটি হাসপাতালের নাম সেন্টেনারী হাসপাতাল। সেই হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের জন্য ২০ মিলিয়ন ডলার দান করেছে এখানকার একটি পারিবারিক প্রতিষ্ঠান যার নাম দ্যা নর্থপাইন ফাউন্ডেশন।

সেই উপলক্ষ্যে আয়োজিত ছোট অনুষ্ঠানের উপস্হিতির সংখ্যা দেখে অবাক হলাম। আরে ভাই বিশ মিলিয়ন ডলার অনুদান দিব, মিছিল নেই, মালা নেই, ডালা নেই, মুহুমুহু শ্লোগান নেই, রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা নেই এইটা কোন কথা হইলো?

- Advertisement -

কাউকে অনুদান দেব, প্রতিষ্ঠান করবো, সাহায্য দেব অথচ সেইটা বেঁচে নাম কামাবো না, এমপি এমপিপি বা চেয়ারম্যান মেম্বার হবার ধান্ধা করবো না, এইটা কোন কথা হইলো? আবার সেই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আমাদের এমপি সালমা জাহিদ যার নামে কোন ব্যানার নেই, শ্লোগান নেই এমনকি হাতে কোন ফুলের তোড়াও দেয়া হয় নাই, এ কেমন কথা! এদের ভোট নিয়ে কোন প্রশ্ন উঠে না, তারপরও জনপ্রতিনিধিদের পেছনে পেছনে দৌড়ানোর লোক নেই, জিন্দাবাদ জয়ধ্বনিতো দুরের কথা!

বলা বাহুল্য এই ইমার্জেন্সী বিভাগের নাম হবে যারা টাকা দিল তাদের নামে অর্থাৎ নর্থপাইন ইমারজেন্সী ডিপার্টমেন্ট।

- Advertisement -

Related Articles

Latest Articles