13.5 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

মার্চে ১০ লাখের বেশি কর্ম খালি

মার্চে ১০ লাখের বেশি কর্ম খালি
ফাইল ছবি

কানাডাজুড়ে কর্ম খালি মার্চে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাঁচ মাস ধরে কর্ম খালির সংখ্যা কমতে থাকার পর এ অবস্থা তৈরি হয়েছে বলে স্ট্যাটিস্টিকস কানাডার পরিসংখ্যানে উঠে এসেছে।

সংস্থাটি বলছে, মার্চের শুরুতে নিয়োগদাতারা ১০ লাখের বেশি নিয়োগ দেওয়ার চেষ্টা করছিল। ফেব্রুয়ারির তুলনায় এ সংখ্যা ২২ দশমিক ৬ শতাংশ বা ১ লাখ ৮৬ হাজার বেশি। আর গত বছরের একই সময়ে তুলনায় বেশি ৬০ দশমিক ৫ শতাংশ বা ৩ লাখ ৮২ হাজার।

- Advertisement -

অমৌসুমি সমন্বয়ের পর মার্চে শূন্য পদের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশ, যা ২০২১ সালের সেপ্টেম্বরের রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি।

শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি বা এক-তৃতীয়াংশ বেড়েছে অ্যাকোমোডেশন, খাদ্য, সেবা ও খুচরা বিক্রয় খাতে। স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও নির্মাণ খাতেও রেকর্ড সংখ্যক কর্ম খালি আছে। অ্যাকোমোডেশন ও খাদ্য সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ১ লাখ ৫৮ হাজার পদে কর্মী নিয়োগ দিতে চাইছে। ১১ মাসের মতো এই খাতে সর্বোচ্চ শূন্য পদ রয়েছে, যার হার ১২ দশমিক ৮ শতাংশ। খুচরা বিক্রয় খাতের শূন্য পদ রয়েছে ১ লাখ ৯ হাজার, স্বাস্থ্যসেবা খাতে ১ লাখ ৫৪ হাজার এবং নির্মাণ খাতে ৮২ হাজার।

সব প্রদেশেই কমবেশি কর্ম খালি থাকলেও সবচেয়ে বেশি আাছে সাস্কেচুয়ানে। এর পরেই আছে যথাক্রমে নোভা স্কশিয়া, নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডোর।

মার্চের আগে শূন্য পদের সংখ্যা টানা পাঁচ মাস ধরে কমে আসছিল। অর্থনৈতিক কর্মকা- বেড়ে যাওয়ায় বর্ধিত কর্মী চাহিদার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছিল।

এদিকে মার্চে সাপ্তাহিক আয় বেড়েছে ফেব্রুয়ারির তুলনায় গড়ে দশমিক ৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ। ২০২১ সালের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, মার্চে খুচরা খাতে কর্মরত মানুষের সংখ্যা মহামারি-পূর্ববর্তী সময়কে ছাড়িয়ে গেছে। খুচরা খাতে কর্মসংস্থান ফেব্রুয়ারির তুলনায় দশমিক ৭ শতাংশ অথবা ১৪ হাজার ৮০০ বেড়েছে। এ সংখ্যা ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় ৯ হাজার ৬০০ বেশি।

মার্চে গ্রোসারি স্টোরে কর্মসংস্থান মহামারি পূর্ববর্তী সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে বিয়ার, ওয়াইন ও লিকার খাতে কর্মসংস্থান ২০২০ সালের ফেব্রুয়ারির চেয়ে ৫ দশমিক ১ শতাংশ বা ২ হাজার ৬০০ কম আছে।
স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ফেব্রুয়ারি ও মার্চে সার্বিকভাবে কর্মসংস্থান দশমিক ৭ শতাংশ বা ১ লাখ ৮ হাজার বেড়ে ১১ কোটি ৭৩ হাজারে পৌঁছেছে। জনস্বাস্থ্য বিধিনিষেধ শিথিল ও ধারণক্ষমতার সীমা তুলে নেওয়ার ফলে এটা সম্ভব হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles