15.4 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ফিফার নির্দেশ, খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনার পরিত্যক্ত সেই ম্যাচ

ফিফার নির্দেশ, খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনার পরিত্যক্ত সেই ম্যাচ - the Bengali Times
ছবি সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার চার ফুটবলার করোনার স্বাস্থ্যবিধি না মানায় খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই খেলা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে এই ম্যাচ এ বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা থাকলেও বাদ সাধে আর্জেন্টিনা। তাদের দাবি, কোনো ভুল ছিল না তাদের।

- Advertisement -

এর ফলে আদালত পর্যন্ত গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচ খেলতেই হচ্ছে আর্জেন্টিনাকে। আজ সোমবার এক বিবৃতিতে পুনরায় ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে ইতিমধ্যে দুই দলই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ম্যাচটি পুনরায় খেলতে হবে। সেই সঙ্গে বহাল রাখা হয়েছে দুই দলের আর্থিক জরিমানার পরিমাণ। আপিল কমিটির গৃহীত সিদ্ধান্ত আজ উভয় পক্ষকে অবহিত করা হয়েছে।

ফিফার নির্দেশ, খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনার পরিত্যক্ত সেই ম্যাচ - the Bengali Times
ছবি সংগৃহীত
- Advertisement -

Related Articles

Latest Articles