8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

একটা গালি শুনলে, দশটা গালি শোনানো হবে: ইশরাক হোসেন

একটা গালি শুনলে, দশটা গালি শোনানো হবে: ইশরাক হোসেন - the Bengali Times
বিএনপি নেতা ইশরাক হোসেন

 

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, একটা গালি শুনলে, দশটা গালি শোনানো হবে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার দেখানোর কোনো সুযোগ নাই। ভদ্রতা ও শিষ্টাচারকে দুর্বলতা হিসেবে দেখা হয়। আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি যদি ভদ্রতাকে দুর্বলতা হিসেবে নাও দেখি, কিছু মিডিয়া রয়েছে যারা শিষ্টাচার ও মার্জিত বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করবে, মনে হবে আমরা ভয় পেয়ে গিয়েছি। তাই এখন থেকে কে কী ভাবল, সেটা দেখার সময় নাই। একটা গালি শুনলে, দশটা গালি শোনানো হবে। এ গুম-খুনের ভয়াবহ অপশক্তিকে পরাজিত করার পর রাজনৈতিক শিষ্টাচার এবং ভদ্র ব্যবহারে চর্চা করা হবে ইনশাল্লাহ।

- Advertisement -

এর আগে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে ‘অশালীন’ ও ‘শিষ্টাচারবহির্ভূত’ কথাবার্তা বলার অভিযোগ ওঠার পর এক ভিডিও বার্তায় ক্ষমা চান বিএনপি নেতা ইশরাক হোসেন।

ক্ষমা প্রার্থনা করে তিনি ভিডিও বার্তায় বলেন, ‘কয়েক দিন আগে একটি সভা হচ্ছিল, সেখানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে আমি আবেগ ধরে রাখতে পারিনি এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অশালীন কিছু শব্দ ব্যবহার করেছি একজন সদ্য বিদায়ী মন্ত্রীর বিরুদ্ধে। আমাদের যারা দর্শক-শ্রোতা রয়েছেন, যারা নিয়মিত দেখেন আমাকে, আমার বক্তব্য শোনেন, অনেক মুরব্বি রয়েছেন, অনেক নতুন প্রজন্মের ভাইয়েরা, বোনেরা রয়েছেন, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী যে এই ভুলটি আমার হয়ে গিয়েছে। আমি ভবিষ্যতে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই ভুলটি না ঘটে।’

- Advertisement -

Related Articles

Latest Articles