15.7 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

‘কারণে অকারণে কাঁদতাম’

‘কারণে অকারণে কাঁদতাম’ - the Bengali Times
নুসরাত জাহান

সোশ্যাল মিডিয়ায় অনেকবার কটাক্ষের শিকার হতে হয়েছে। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের জন্য ভার্চুয়াল আদালতের কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছে নুসরাত জাহানকে। সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী। জানালেন কিভাবে কারণে-অকারণে তিনি কাঁদতেন, আবার বিনা কারণে হেসে উঠতেন।

‘ইশক উইথ নুসরাত’ অনুষ্ঠানে তারকার সাক্ষাৎকার নিয়েছেন নুসরাত। কিন্তু এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আর সে কথা জানাতে গিয়ে নুসরত বলেন, ‘আমি যা-ই করি না কেন তা নিয়ে নেট দুনিয়া তোলপাড় হয়ে যায়। কারণে-অকারণে কাঁদতাম। কারণে-অকারণে খুশি হতাম। যে স্টেবল মাইন্ডেড নুসরাত জাহানকে লোকে এত দিন ধরে চিনত, তাকে তারা একটু উন্মাদ ভাবতে শুরু করেছিল। আমি সত্যিই কোনো ভুল করিনি। আমার জীবন, আমি সিদ্ধান্ত নিয়েছি। সেটা বোল্ড তোমাদের লাগতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত নিতেই হতো।’

- Advertisement -

তুরস্কে গিয়ে কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সারেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই সে সম্পর্কে ভাঙন ধরে। শোনা যায়, আলাদা ফ্ল্যাটে থাকছেন নুসরাত। রটনা অল্প দিনেই ঘটনায় পরিণত হয়। অ্যানালমেন্টের মাধ্যমে নুসরাতের থেকে আলাদা হতে চেয়ে আলিপুর আদালতে মামলা করেন নিখিল। নুসরাত জানিয়ে দেন তুরস্কে হওয়া তাঁর ও নিখিলের বিয়ে ভারতে বৈধ নয়। কারণ এ দেশে ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি।

এমন পরিস্থিতিতেই অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। নিখিল জানিয়ে দেন, তিনি সন্তানের পিতা নন। তাহলে কে নুসরাতের সন্তানের বাবা? সে প্রশ্ন ওঠে। নুসরাতের সন্তানের বাবা হিসেবে যশ দাশগুপ্তর নাম শোনা যায়। পরে যশের নামই ছেলের বাবা হিসেবে নথিভুক্ত করান নুসরাত। এখন ছেলেকে নিয়ে যশের সঙ্গে ভালো রয়েছেন অভিনেত্রী। তবে পুরনো সময়ের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। নিজের এই নতুন ভিডিওতে নুসরাত বলেন, ‘পুরনো ভুল থেকে শিক্ষা নাও। একই ভুল আবার কোরো না। ভালোবাসা বা জীবনে সাহসী হও। শুধু ট্রোলড না হওয়ার চেষ্টা কোরো।’

- Advertisement -

Related Articles

Latest Articles