7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের চেষ্টা চলছে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের চেষ্টা চলছে - the Bengali Times

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

- Advertisement -

এছাড়া হাসপাতালটির শয্যাসংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০-তে উন্নীত করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২৭ ডিসেম্বর) হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। করোনাকালে এটি একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছিল। হাসপাতালটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এ হাসপাতালের শয্যাসংখ্যা ২৫০ থেকে ৫০০-তে উন্নীত করে শিগগির পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এজন্য প্রথমত নতুন ১০ তলা এবং পরবর্তীতে ২০ তলা বহুতল ভবন নির্মাণের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি এই সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উপমন্ত্রী বলেন, অবকাঠামোই হাসপাতালের সব কিছু নয়, চিকিৎসাসেবাই এখানে মূল বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতামতের ভিত্তিতে আউটডোর রোগীর টিকিট পাঁচ টাকার সঙ্গে উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ বাবদ আরও পাঁচ টাকা আদায়ের বিষয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে মতামত দেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

সভার আগে শিক্ষা উপমন্ত্রী হাসপাতালের বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করেন। একই সময়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে কিছু চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব প্রমুখ।

সূত্র : জাগো নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles