1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘চলে যাচ্ছি, আর আসব না’ লিখে বাড়ি ছাড়া কিশোরীদের উদ্ধার

‘চলে যাচ্ছি, আর আসব না’ লিখে বাড়ি ছাড়া কিশোরীদের উদ্ধার - the Bengali Times
<br >প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষার শেষ দিনে ‘চলে যাচ্ছি, আর আসব না’ চিরকুট লিখে বাড়ি ছেড়ে যাওয়া দুই কিশোরীকে কুমিল্লার দ্বেবীদার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এর আগে এই দুই কিশোরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে নিরুদ্দেশ হয়। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সেই সূত্র ধরে র‌্যাব তাদের উদ্ধার করে।

গতকাল রবিবার বিকেলে এই দুই কিশোরীকে উদ্ধারের পর চট্টগ্রামে আনা হয়। তবে খবরটি গণমাধ্যমে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার রাতে।

- Advertisement -

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ২৩ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা থেকে দুই স্কুলশিক্ষার্থী রহস্যজনকভাবে উধাও হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। সেই ডায়েরির সূত্র ধরে কুমিল্লা থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী র‌্যাবকে জানিয়েছে, তারা আশঙ্কা করেছিল এসএসসি পরীক্ষার পর তাদের বিয়ে দিয়ে দেবে পরিবার। কিন্তু তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ পায়ে দাঁড়াতে চায়। সে কারণে তারা বাড়ি ছেড়েছিল এবং ছদ্মবেশ ধারণ করে এক মাস ধরে কুমিল্লায় অবস্থান করছিল।

উদ্ধার হওয়া দুই কিশোরীকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

- Advertisement -

Related Articles

Latest Articles