8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

টিকা নিলে মিলছে তেল-মদ

টিকা নিলে মিলছে তেল-মদ - the Bengali Times
<br >ভারতে গত কয়েক মাসে কোভিড টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে

ভারতে গত কয়েক মাসে কোভিড টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যদিও ভারত সরকার ৩১ ডিসেম্বরের মধ্যে টিকা গ্রহণে যোগ্য বয়সীদের শতভাগকে টিকা দেওয়ার উচ্চাভিলাষী টার্গেট কোনোভাবেই ছুঁতে পারবে না, তবে এখন পর্যন্ত ৮৫ শতাংশ মানুষের অন্তত এক ডোজ টিকা নেওয়া হয়ে গেছে। এছাড়া কমপক্ষে ৫৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।

কিন্তু এখনও কোটি কোটি মানুষ – বিশেষ করে যারা বিভিন্ন জটিল রোগে ভুগছেন বা যাদের অনেক বয়স হয়েছে – তারা ঝুঁকিতে রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট তাদের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে।

- Advertisement -

এ কারণে কিছু কিছু রাজ্যে মানুষকে টিকা কেন্দ্রে আনতে কিছু আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। যেমন গুজরাট রাজ্যে একটি পৌর এলাকার কর্তৃপক্ষ ভ্যাকসিন নেওয়ার পর এক লিটার রান্নার তেল হাতে ধরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে, এতে ভালো ফল পাওয়া গেছে এবং বিশেষ করে অনেক দরিদ্র মানুষ ওই এক বোতল তেলের লোভে টিকা নিতে আসছে।

এছাড়া রাজধানী দিল্লিতে অনেক প্রিপারেটরি স্কুলে বাচ্চাদের ভর্তির জন্য অভিভাবকদের দুই ডোজ টিকা নেওয়াকে শর্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ বাবা-মায়ের টিকা দেয়া না থাকলে তাদের বাচ্চাদের ভর্তি করানো হবে না।

মধ্যপ্রদেশ রাজ্যে গত ২৩ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় যে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া লোকেরা মদের দোকানে ১০ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে।

স্থানীয় বিজেপির একজন এমপি সাথে-সাথেই এ নিয়ে হইচই শুরু করেন যে এতে মদ্যপান বেড়ে যাবে। ফলে, প্রায় সাথে সাথেই ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

মহামারি বিশেষজ্ঞ চন্দ্রকান্ত লাহারিয়া বলেন, মধ্যপ্রদেশে জেলা প্রশাসনের ঐ উদ্যোগ ছিল একেবারেই ‘বিকৃত’ একটি প্রণোদনা। তার মতে, তাৎক্ষণিক কিছু অর্জন হলেওসুফলের চেয়ে এ ধরনের সিদ্ধান্তের কুফলই বেশি।

তবে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত থেকে বোঝা যায় – অনেক মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসাটা কর্তৃপক্ষের জন্য কতো বড় চ্যালেঞ।

এদিকে রাশিয়ায়, ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে অনেক জায়গায় র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে যার পুরস্কার হিসাবে গাড়ি জেতার লোভ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

- Advertisement -

Related Articles

Latest Articles