7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আবারও খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বললেন ফখরুল

আবারও খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বললেন ফখরুল - the Bengali Times
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি নেতা বলছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে নাটক করছে সরকার। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামার ডাক দেন তারা। এ অনুষ্ঠানে আবারও খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললেন বিএনপি মহাসচিব।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজন করে আলোচনা সভার। এতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আলোচনায় উঠে আসে রাজনৈতিক বিভিন্ন ইস্যুও।

- Advertisement -

বাদ যায়নি, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সদ্য শুরু হওয়া সংলাপের বিষয়। আর এই প্রক্রিয়ায় বিএনপি যাচ্ছে না বলে আবারও জানান দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা। তারা বলেন, আবারও একটি একতরফা নির্বাচন করতেই রাষ্ট্রপতির সংলাপ করছে ক্ষমতাসীনরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী আরও একটি এক তরফা নির্বাচন করা জন্য নাটক শুরু করেছে। আজকে সেই নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। এগুলো একটা তামাশা, নাটক। এখানে মূল সংকট বর্তমান স্বৈরাচারী সরকার।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তিনি বলেন , আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ দেশনেত্রী খালেদা জিয়া এদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তাকে আজ আপনারা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রেখেছেন। এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। তাই আজকে আর সময় নেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে।

দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা।

গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়েন মির্জা ফখরুল। এবার দলের চেয়ারপারসনকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles