8.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু - the Bengali Times

চলতি সপ্তাহে তুরস্কের বিভিন্ন স্থানে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন ৭ জন। দেশটিতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে এ খবর জানা গেছে।

- Advertisement -

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা। কখনো কখনো মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে।

জানা গেছে, দেশটির সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা বা সাড়ে ১৬ ডলার। তবে দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মদপানে নিরুৎসাহিত করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles