-13.8 C
Toronto
শনিবার, জানুয়ারী ২২, ২০২২

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল যাদের

- Advertisement -
বিভিন্ন সময়ে গুগল সার্চ করে অনেককেই খোঁজা হয়ে থাকে

বছর প্রায় শেষের দিকে। হাতছানি দিচ্ছে নতুন বছর। আর প্রতিবারই কোনো বছর যাওয়ার সময় হলেই পেছন দিকে একবার ঘুরে তো সবাই তাকায়। সারা বছর কী নিয়ে হইচই ছিল, তা তো জানার আগ্রহ সবারই থাকে। তেমনই ২০২১ সালেও নানা ঘটনায় বুঁদ ছিল পুরো বিশ্ব। এসব ঘটনার কারণেই বিভিন্ন সময়ে গুগল সার্চ করে অনেককেই খোঁজা হয়ে থাকে। তার মধ্যে কেউ কেউ তারকা আবার কেউ বা অন্য পেশায় যুক্ত। জেনে নেওয়া যাক, ২০২১ সালে গুগুল সার্চে কারা ছিলেন এগিয়ে।

প্রথমেই শাহরুখ পুত্র আরিয়ানের কথা না বললেই নয়। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনায় পুরো বলিউড পাড়া ছিল গরম। সে সময় আরিয়ান কী করেছে, কী হবে, এরকম নানা প্রশ্ন থেকেই গুগল সার্চে এগিয়ে আছে আরিয়ান।

- Advertisement -

সিনেমার সেটে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারী নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হয়েছিল। এ ঘটনায় শুধু হলিউড নয়, পুরো বিশ্বই কেঁপে উঠেছিল। আর সেই সূত্র ধরেই গুগল সার্চে বেশি খোঁজা তারকার তালিকায় আছেন অ্যালেক বল্ডউইন।

আমেরিকান তারকা আর্মি হ্যামার। সুদর্শন এই তারকাও রয়েছেন এই বছরের গুগলে বেশি সার্চের তালিকায়। তবে হ্যান্ডসাম হলেও এই তারকার গায়ে রয়েছে অনেক অনেক অভিযোগের তকমা। ধর্ষণ-মাদক নানা বিষয় নিয়েই সারা বছর ছিলেন আলোচনায়।

ম্যাক্সিকানের শ্রদ্ধেয় একজন তারকা ছিলেন কার্মেন সালিনাস। ম্যান অব ফায়ার খ্যাত জনপ্রিয় এই তারকা ঠিক দুদিন আগেই মৃত্যুবরণ করেছেন। গুগলে বেশি খোঁজা তারকার তালিকায় তিনিও একজন। ৮২ বছর বয়সে এই তারকা স্ট্রোক করে নভেম্বর থেকেই কোমায় ছিলেন।

অভিনয় জগতে পা রাখার অল্পদিনের মধ্যেই নামের পাশে জুড়ে গিয়েছিল অস্কার মনোনীত অভিনেত্রীর তকমা। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন অত্যন্ত কম সময়ের মধ্যেই। কিন্তু রূপান্তরকামীর তকমা লাগিয়ে ইলিয়ট পেজ সব থেকে বেশি আলোচনায় ছিলেন বছরজুড়েই।

মিক্সড মার্শাল আর্ট খেলোয়াড় জিনা কারানোর নিজের পেশার দুনিয়ায় ভালোই নামডাক রয়েছে। কিন্তু খেলার থেকে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেই বেশি আলোচনায় আসেন এই তারকা।

শেহনাজ গিল। পুরো বছরজুড়েই তার নাম ছিল গণমাধ্যম থেকে সব খানেই। বিগবস থেকে পরিচিতি পেলেও সিদ্ধার্থের সাথে সম্পর্ক ও তার মৃত্যুর পর তার যে পরিস্থিতি ছিল, সব কিছু নিয়েই শেহনাজকে খুঁজেছেন সবাই। বার বার শেহনাজের খোঁজ জানতে চেয়েছেন সবাই। আর এভাবেই এবারের গুগল সার্চের শীর্ষে রয়েছেন তিনিও।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles