-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে!

শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে! - the Bengali Times
বলিউড বাদশা শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন বলিউডে। ভক্ত-সমর্থকরা এখনো তার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন। অভিনয়ের মাধ্যমে তিনি যেন এক অনন্য জাদু ছড়িয়ে দেন। তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে, একসময় তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পর্যন্ত পিছিয়ে গিয়েছিল!

ঘটনাটি প্রায় দুই দশক আগের। তখন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায়ের ‘দেবদাস’ সিনেমার শুটিং চলছিল। ৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমার সেট ছিল অভূতপূর্ব। মুম্বাইয়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয় চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করা মাধুরী দীক্ষিতের কোঠার জাঁকজমকপূর্ণ সেট।

- Advertisement -

সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান দৃশ্য ধারণের জন্য সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর নির্দেশ দেন। এজন্য মুম্বাইয়ের প্রায় সব জেনারেটর ভাড়া নিয়ে নেওয়া হয়। এতে শহরজুড়ে জেনারেটরের সংকট দেখা দেয়, যার ফলে অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বিনোদ প্রধান জানান, সেই সময় এ ঘটনায় কিছুটা খারাপ লেগেছিল তার। তবে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ১৬৮ কোটি রুপি আয় করে। এই বিপুল সাফল্যের পর তার সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হয়।

এদিকে শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে, যা মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান-২’ সিনেমাতেও কাজ করছেন। যার চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles