-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মন কেন কথা বলে

মন কেন কথা বলে - the Bengali Times
আমারও আজকাল মন ভালো নেই বহুকিছু লিখবো ভাবছি প্রতিদিন কিন্তু মনটা আমাকে কিছুতেই সাহায্য করছে না

আজ গাড়ি চালিয়ে যেতে যেতে গানটি শুনছিলাম ‘পাগল মন মনরে মন কেন এত কথা কয়। ’ সত্যি মন কেন এত কথা কয় বুঝি না। মনের খেলা বড় খেলা, সে খেলা থেকে কারো নিস্তার নেই। মনই মানুষকে কাঁদায় আবার সে মনই মানুষকে হাসায়। মাঝে মাঝে মনে হয়, মন জিনিশটা না থাকলেই ভালো হতো অথবা হৃদয় নামক জিনিশটি যদি শুধুই একটি যন্ত্র হতো যার কাজ থাকতো শুধু মানুষকে বাঁচিয়ে রাখা, সেটাই যেন ভালো ছিল। সৃষ্টিকর্তা কেন মানুষের মনে বা হৃদয়ে এত আবেগ অনুভূতি কষ্ট দিলেন জানি না। অনুভূতিহীন মানুষগুলো কিন্তু একদিকে অনেক ভালো থাকে। তাদেরকে কোনোকিছুই দুঃখিত, ব্যথিত করে না। তাদের আনন্দে ময়ূরনাচও নাচতে ইচ্ছে করে না।

আমারও আজকাল মন ভালো নেই। বহুকিছু লিখবো ভাবছি প্রতিদিন কিন্তু মনটা আমাকে কিছুতেই সাহায্য করছে না। সারাক্ষণ সে খেলছে, আমাকে মন ভালো না রাখার খেলাতে। গত বছর নানা ঝামেলাতে জীবনের ব্যস্ততায় কোনো বই প্রকাশ করতে পারিনি। ভাবছিলাম এ বছর একটা বই লেখাতে হাত দেবো। সেই যে বললাম আমার পরম শত্রু মন সে আমাকে কোনো কিছুতেই কোনো কাজ করতে দেবে না। অলস জীবন, নির্জন জীবন, একাকী জীবন কাটিয়ে যাচ্ছি দিনের পর দিন। ইচ্ছে করলে কতো কিছু করা যায়, লেখা তো যায়ই কিন্তু আমার পোড়া মন আমাকে কিছুতেই এগুতে দিবে না। তাই আমার কোনোকিছুই করা হচ্ছে না লখোত নয়ই। তাই আমার মনটিকে আমি নাম দিয়েছি অলস মন। সে আমাকে শুয়ে বসিয়ে রাখতেই বেশি ভালোবাসে। তবে প্রতি মানুষের উচিৎ মনকে শাসনে রাখা। এ যে বড় বেয়ারা একটা জিনিশ, প্রশ্রয় পেলে মাথায় চড়ে বসে। জীবনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। আবার সুস্থ, শক্তিশালী, প্রতিভাবান এবং যতœশীল মন মানুষকে হিমালয়ের চূড়াতে উঠিয়ে দেয়, চাঁদে নামিয়ে দেয়, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে নির্ভয়ে ঘুরিয়ে আনে। আরো কত কি-না করে। সবই মনের খেলা।

- Advertisement -

মন দিয়ে মানুষ মানুষকে চিনতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। প্রতিটি মানুষের ভেতরে দুটি মন বাস করে। একটি ভালো মন যা কি-না মানুষকে অনুপ্রাণিত করে ভালো কাজে, ভালো চিন্তায়, সুস্থ চিন্তাতে এবং মানুষকে শ্রদ্ধা করতে ভালোবাসতে। আর একটি মন হলো নোংরা, কুৎসিত, যে কি-না মানুষকে দুষ্ট কাজ করতে, খারাপ কাজ করতে, অন্যের ক্ষতি করতে উৎসাহি করতে থাকে। এই ভালো মন আর খারাপ মন হৃদয়ে পাশাপাশি বাস করে। সারাজীবন তাদের ঝগড়া চলে। কাকে তাড়িয়ে কে জায়গা দখল করবে। হার-জিতের খেলা দুপক্ষেরই চলে কখনো কেউ হারে, কখনো কেউ জিতে যায়। কিন্তু দুষ্ট মনটি জিতে গেলে সেটা সমাজের জন্য খুবই ক্ষতিকর। তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় মানুষের পেছনে লেগে থাকা।

সবাই আমাদের মনকে ভালো রাখার চেষ্টা করা উচিৎ। যে মনে সৃষ্টি হয় প্রেম ভালোবাসা-স্নেহ-মমতা, সে মনই আবার কী করে এত হিংগ্র, নিষ্ঠুর, কুটিল হয়ে উঠে বুঝি না। আসলে আমরা অনেক কিছুই বুঝি না, শুধু বোঝার চেষ্টা করি।

মনের প্রতি আমাদের সবার যতœবান হওয়া উচিত। আদর ভালোবাসা শাসন সবকিছু দিয়ে মনকে আয়ত্তে রাখলে মন খারাপ কাজ করতে পারবে না।

ম্যাল্টন, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles