-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

গায়ে ওড়না দাও, বোরকা পরো— অভিনেত্রীর উদ্দেশে সানা খান

গায়ে ওড়না দাও, বোরকা পরো— অভিনেত্রীর উদ্দেশে সানা খান - the Bengali Times
ছবি সংগৃহীত

সদিচ্ছায় অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গান ছিল সানার ক্যারিয়ারে। শুধু তাই নয়, বিতর্কিত শো ‘বিগ বস্‌’-এ প্রতিযোগী হয়েও আলোচনায় ছিলেন।

কিন্তু ধর্মের টানে সব ছেড়েছেন তিনি। ভারতীয় এক মাওলানাকে বিয়ে করে পুরোদমে সংসারী হয়েছেন। বর্তমানে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

- Advertisement -

এরই মধ্যে সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিওতে দেখা মিলল সানা খানের। সেখানেই সম্ভাবনাকে বোরকা পরতে বলেন তিনি। একইসঙ্গে ওরনা ব্যবহারেরও পরামর্শ দেন অভিনেত্রী।

একটি ভিডিও সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তার কুর্তি ও লেগিন্স। অন্যদিকে সানা পরেছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়ানা নেই দেখেই চটে যান সাবেক এই অভিনেত্রী।

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলে সমালোচনার মুখে সানা খান

সম্ভাবনাকে উদ্দেশ্য করে সানা বলেন, ‘একটা ভালো সালোয়ার কামিজ নেই, গায়ে ওড়না দেও। পারলে একটা বোরকা আনো।’

সানার সেই মন্তব্যের জবাবে সম্ভাবনা জানান, ‘আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।’

দুইজনের এই আলোচনার ভিডিও নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই সানার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles