9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

হোয়াইট হাউসে পোশাক নিয়েও কটাক্ষের শিকার জেলেনস্কি

হোয়াইট হাউসে পোশাক নিয়েও কটাক্ষের শিকার জেলেনস্কি - the Bengali Times

ভলোদিমির জেলেনস্কি

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাদানুবাদের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াইট হাউসে পোশাক নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন জেলেনস্কি। তবে সেটি ছিল এক সাংবাদিকের দ্বারা।

- Advertisement -

এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, “কেন আপনি স্যুট পরেননি? আমেরিকার সর্বোচ্চ প্রশাসনিক দফতরে এসেছেন স্যুট না পরে?”

ইউক্রেনের প্রেসিডেন্টকে খানিকটা ব্যঙ্গ করে এরপর তিনি বলেন, “আপনার আদৌ স্যুট আছে তো?”

জেলেনস্কি তৎক্ষণাৎ জবাব দেন, “এই যুদ্ধ শেষ হলে আমি নিশ্চয়ই স্যুট পরব। হয়তো আপনার মতো, হয়তো তার চেয়েও ভাল কিছু অথবা সস্তা কিছু পরব।”

উল্লেখ্য, এর আগে জো বাইডেনের সঙ্গে দেখা করার সময়ও স্যুট পরেননি জেলেনস্কি।

- Advertisement -

Related Articles

Latest Articles