-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনিকা লিউনস্কি

বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনিকা লিউনস্কি - the Bengali Times
মনিকা লিউনস্কি

প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনস্কির সম্পর্ক নব্বইয়ের দশকে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল। তারপর কেটে গেছে তিন দশক। সমপ্রতি ফের ওই ঘটনা নিয়ে মুখ খুললেন মনিকা। লিউনস্কি মনে করেন, তার সঙ্গে সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে যাওয়া এবং এ নিয়ে মিথ্যা বলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট পদ থেকে বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তিনি স্বপদে বহাল থেকে অল্প বয়সী একটি মেয়েকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ১৯৯৫ সালে হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে যোগ দেন ২২ বছরের মনিকা। অসামান্য সুন্দরী ইন্টার্নের প্রতি খুব স্বল্প সময়ের মধ্যেই আকৃষ্ট হয়ে পড়েন ৪৯ বছরের ক্লিনটন। দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। ১৯৯৮ সালে তাদের এই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়।

বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্টের যৌন কেলেঙ্কারি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। এর জেরে মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট প্রস্তাবের মুখে পড়তে হয়েছিল ক্লিনটনকে। কিন্তু সে যাত্রায় কোনোক্রমে রক্ষা পেয়ে যান ৪২তম মার্কিন প্রেসিডেন্ট। পরে মনিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে নেন তিনি। সমপ্রতি ইউটিউবে ‘কল হার ড্যাডি’ নামক একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন মনিকা। সেদিনের ২২ বছরের তরুণী আজ ৫১ বছরের প্রৌঢ়া। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই উঠে আসে ক্লিনটন পর্ব। এব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল। বলা উচিত ছিল যে, এটা কারও মাথাব্যথার বিষয় নয়। কিন্তু শুধুমাত্র কুর্সি বাঁচাতে মিথ্যা বলে একজন তরুণীকে বিপদের মুখে ঠেলে দেয়াটা একেবারেই উচিত ছিল না।’ মনিকা মনে করেন, তিনি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ওপর অনেক বেশি সহনশীল ছিলেন।

- Advertisement -

তার পদত্যাগের অর্থ কী হতে পারে, সে বিষয়টির গভীরতা ভালো করেই বুঝতেন মনিকা। হাউস জুডিশিয়ারি কমিটির জন্য স্বতন্ত্র আইনজীবী কেন স্টারের করা একটি প্রতিবেদনে দেখা গেছে, ক্লিনটন ও মনিকা ওভাল অফিসে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ক্লিনটন শপথ নিয়ে ফেডারেল বিচারকের সামনে এ ব্যাপারে মিথ্যা কথা বলেছিলেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মনোস্তত্ত্বে স্নাতকোত্তর মনিকা লিউনস্কি পরবর্তীতে আমেরিকার সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হন। নিজের পেশায় যথেষ্ট ভালো কাজের খ্যাতি রয়েছে তার। এখন জীবন সায়াহ্নে এসে প্রথম যৌবনের সেই যৌন সম্পর্ককে কোন দৃষ্টিতে দেখেন মনিকা, সাক্ষাৎকারে সেটাই তুলে ধরলেন ৫১ বছরের এই সমাজকর্মী।

- Advertisement -

Related Articles

Latest Articles